ওয়েব ডেস্ক: সেই আমেরিকা। হ্যাঁ, সেই আমেরিকা যেখানে শাহরুখ খানকে নিয়ে টানাটানিটা আর নতুন কিছু নয়। শুক্রবার কিং খানকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আটক করা হয়। বলিউড তারকা শাহরুখ খানকে আটক করে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অভিবাসন অফিসাররা (ইমিগ্রেশন ডিপার্টমেন্টের আধিকারিক)। কী কারণে তাঁকে আটক করা হয় সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন স্বয়ং কিং খান। টুইটারে তিনি তাঁর আটক হওয়া নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 





উল্লেখ্য, সালটা ২০০৯, নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরেও ঠিক একই রকম ঘটনার সম্মুখীন হয়েছিলেন এই বলিউড তারকা। 


২০১২ সালে যখন 'মাই নেম ইজ খান' ছবির শুটিং করতে আমেরিকা এসেছিলেন, তখনও নিউ ইয়র্ক বিমানবন্দরে শাহরুখ খান একই রকম ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তাঁকে আটক করেছিল নিউ ইয়র্ক বিমানবন্দরে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা।