জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভয়ার ধর্ষণ ও খুনের বিচার চেয়ে প্রথমদিন থেকে আন্দোলনে নেমেছেন আরজিকরের জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ। বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজে মাইক্রো বায়োলজিতে এমডি করছেন কিঞ্জল। শুধু চিকিত্‍সক হিসাবে নয়, অভিনেতা হিসাবেও তিনি চেনা মুখ। প্রায় ২ মাসের বেশি সময় ধরে কখনও আরজিকরে, কখনও কলকাতার পথে, কখনও অনশন মঞ্চে সহযোদ্ধাদের পাশে রয়েছেন কিঞ্জল। কিন্তু এখনও অধরা অভয়ার ন্যায়। ভাইফোঁটায় সেই আক্ষেপ চোখে পড়ল কিঞ্জলের লেখায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Ritabhari Chakraborty: দিওয়ালিতে সুখবর! শাহরুখ-ঘনিষ্ঠের প্রেমে পড়েছেন ঋতাভরী, কে ইনি?


রবিবার সকাল থেকে সারা বাংলাজুড়ে পালিত হচ্ছে ভাইফোঁটা। ভাইদের মঙ্গলকামনায় দিদিরা প্রার্থনা করছেন। একইরকমভাবে ভাই-দাদারাও দিদি বোনদের আগলে রাখার প্রতিজ্ঞা করছেন। কিন্তু এরই মাঝে কিঞ্জলের লেখা আক্ষেপে ভরা পোস্ট দেখে মনখারাপ অনেকেরই। বোঝাই যাচ্ছে, ৮ই অগাস্টের রাতের দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে কিঞ্জলকে। চিকিত্‍সক-অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তাঁর আক্ষেপ প্রকাশ করে লেখেন, 'ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। যতদিন বিচার না পাব, ভাইফোঁটা নেব না, রাখীও পরব না। সেই যোগ্যতা হারিয়েছি'।


গত অগাস্টের শুরুতে ডিউটিতে থাকার সময়েই ধর্ষণ করে খুন করা হয়েছে ৩২ বছরের চিকিৎসককে। অভয়ার বিচার চেয়ে গড়ে উঠেছে গণ আন্দোলন। আদালতে চলছে মামলা। এখনও সুবিচারের অপেক্ষায় আরজি করের খুন হওয়া চিকিৎসকের পরিবার। শুধু ওই পরিবারই নয়, অপেক্ষায় রয়েছে আন্দোলনকারী অভয়ার সহকর্মী, বন্ধুরা। তাঁদের মধ্যে অন্যতম কিঞ্জল। ভাইফোঁটার দিন কিঞ্জল জানিয়ে দিলেন যে বিচার না পেলে তিনি কারোর থেকে ভাইফোঁটাও নেবেন না, আর রাখিও পরবেন না। তিনি মনে করেন যে কর্তব্য পূরণে ব্যর্থ তিনি। 


আরও পড়ুন- Kanchan Mullick: কাঞ্চন-শ্রীময়ীর জীবনে নতুন রোশনাই, 'লক্ষ্মী' এল ঘরে


কিঞ্জলের পোস্টে অভিনেতা কৌশিক কর লেখেন, ‘আমি বলব, আরো রাখি পড়, আরো ফোঁটা নে। একটা বাহিনী বানা বোনেদের নিয়ে। তারাই পারবে তোর লড়াইকে সফল করতে। লড়াই করতেই ত যৌথ অবস্থানের দরকার। আর সেইটাই তো আল্টিমেট শক্তি।’ এক নেটিজেন লেখেন, 'আর একটা বোনকেও যেন এমন কষ্ট পেয়ে চলে যেতে না হয়..সেই অঙ্গীকার রক্ষা করার চেষ্টা করতে হবে, সব ভাইরা একত্রিত হয়ে ...এবার সময় এসেছে এই দৃঢ় প্রতিজ্ঞার'। কিঞ্জলের কথায় কারোর চোখে জল, কেউ আবার ন্যায়বিচারের পথে এইভাবেই অটুট থাকার আবেদন জানিয়েছেন।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)