দেবের নায়িকার নগ্ন ফটোশুট! সুয়েতলানাকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
সুপারস্টার দেব জানান, এই প্রথম কোনও রুশ অভিনেতা কাজ করছেন বাংলা ছবিতে। অভিনেত্রী সুয়েতলানাও না কি টলিউডে কাজ করতে পেরে খুব খুশি। নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবির পোস্টার পোস্ট করে সুয়েতলানা লিখেছেন, `বাংলার সবথেকে রোমাঞ্চকর ছবি`। যা দেখে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সুয়েতলানার বন্ধু এবং ফ্যানরা `অ্যামাজন অভিযান` দেখার ইচ্ছা প্রকাশ করেছে।
নিজস্ব প্রতিবেদন: আন্না ফ্লোরিয়ান। অ্যামাজন অভিজানে এটাই তাঁর নাম। তবে আসল নাম সুয়েতলানা গুলাকোভা। হাই বাজেটের এই বাংলা ছবিতে সাংসদ-অভিনেতা দেবের নায়িকা হিসাবে পর্দায় দেখা যাবে এই রুশ মডেলকে। আর সেই তিনিই সম্প্রতি 'ভোগ' পত্রিকার কভার ফটোশুটে নগ্ন হয়েছেন আরেক মডেলের সঙ্গে। এই ছবি নিয়েই আপাতত তোলপাড় সোশ্যাল মিডিয়া।
অ্যামাজন অভিযান ছবিতে রাশিয়ান মডেল সুয়েতলানা ছাড়াও রয়েছেন আফ্রিকার ৪৫ বছর বয়সী অভিনেতা ড্যাভিড জেমস। এই দুই বিদেশী অভিনেতার সঙ্গে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবিতে একই স্ক্রিনে দেখা যাবে ব্রাজিলের টেলিভিশন সিরিজের আর্টিস্ট এডুয়ার্ডো মুনিজকেও। উল্লেখ্য, মুনিজ এই প্রথম কোনও সিনেমায় অভিনয় করছেন।
আরও পড়ুন- প্রসেনজিত্ থেকে পায়েল সরকার, আমাজন অভিযানের প্রিমিয়ারে চাঁদের হাটঅ্যামাজন অভিযানের অন্যতম অভিনেতা দেব জানিয়েছেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা কুশীলবদের মধ্যে কেবল মুনিজেরই অ্যামাজন জঙ্গলের বিষয়ে পূর্ব অভিজ্ঞতা ছিল। ব্রাজিলের এই ঘন অরণ্যে এক টানা ৩৮ দিন শুটিং করেছে টিম অ্যামাজন অভিজান। উল্লেখ্য, কমলেশ্বর মুখার্জি পরিচালিত এই ছবি এখনও পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবথেকে বেশি বাজেটের ছবি। হিন্দি, বাংলা সহ মোট ৬টি ভাষায় এই ছবি রিলিজ করতে চলেছে।
আরও পড়ুন- 'এলডোরাডো' খুঁজতে গিয়ে বিপদসংকুল পথে শঙ্কর, কেমন ছিল দেবের সেই অভিযান? পড়ুন ফিল্ম রিভিউ
জি বাংলা'র 'দাদাগিরি' অনুষ্ঠানে এসে দেব জানান, ব্রাজিলে শুটিং করার অভিজ্ঞতা অভূতপূর্ব এবং খুব চ্যালেঞ্জিং ছিল। জীবন বাজি রেখেই শুটিং করেছেন সুয়েতলানা, ড্যাভিড জেমস এবং মুনিজরা। সুপারস্টার দেব ওই অনুষ্ঠানে জানান, এই প্রথম কোনও রুশ অভিনেতা কাজ করছেন বাংলা ছবিতে। অভিনেত্রী সুয়েতলানাও না কি টলিউডে কাজ করতে পেরে খুব খুশি। নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবির পোস্টার পোস্ট করে সুয়েতলানা লিখেছেন, "বাংলার সবথেকে রোমাঞ্চকর ছবি"। যা দেখে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সুয়েতলানার বন্ধু এবং ফ্যানরা 'অ্যামাজন অভিযান' দেখার ইচ্ছা প্রকাশ করেছে।