জানুন কেন আমির খানের `সত্যমেব জয়তে`-র নতুন সিজন শুরু হচ্ছে না
বলিউড সুপারস্টার আমির খান ছোট পর্দায় যাত্রা `সত্যমেব জয়তে`-র হাত ধরে শুরু করেন। শুরু থেকেই বেশ জনপ্রিয় ছিল এই টক শো-টি। কিন্তু জনপ্রিয় এই টক শোয়ের নতুন কোনও সিজন শুরু হতে দেখা যাচ্ছে না। তার কারণ জানালেন মিস্টার পারফেকশনিস্ট।
ওয়েব ডেস্ক: বলিউড সুপারস্টার আমির খান ছোট পর্দায় যাত্রা 'সত্যমেব জয়তে'-র হাত ধরে শুরু করেন। শুরু থেকেই বেশ জনপ্রিয় ছিল এই টক শো-টি। কিন্তু জনপ্রিয় এই টক শোয়ের নতুন কোনও সিজন শুরু হতে দেখা যাচ্ছে না। তার কারণ জানালেন মিস্টার পারফেকশনিস্ট।
আরও পড়ুন সলমন এবং অরিজিতের তিক্ত সম্পর্ক ভেঙে চৌচির
'সত্যমেব জয়তে'-র নতুন সিজন না শুরু হওয়ার কারণ হিসেবে আমির খান জানালেন, 'সত্যমেব জয়তে'-র পুরো টিম এখন 'পানি ফাউন্ডেশন ওয়ার্ক'-এর কাজে ব্যস্ত। তাঁরা প্রত্যেকে এখন মহারাষ্ট্রকে খরা মুক্ত করার কাজ করছেন। আর 'সত্যমেব জয়তে'-র থেকে এটা অনেক বেশি জরুরি বলে মনে করছেন।
প্রসঙ্গত, কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে আমির খান অভিনীত ছবি দঙ্গল।
আরও পড়ুন পরকীয়া আর দেশাত্মবোধ এই দুটো সাবজেক্ট মেশালেই হিট সিনেমা, এটাই কি নতুন বলিউড ট্রেন্ড?