ওয়েব ডেস্ক: ধূপ, দীপ, বৈদিক মন্ত্রোচ্চারণে কুমারী পুজো মল্লিক বাড়িতেও। সেলিব্রিটি ইমেজ ঝেড়ে ফেলে বাড়ির লোকেদের সঙ্গে পুজোর কাজে হাত লাগালেন কোয়েল মল্লিক। বন্ধুর ডিজাইন করা শাড়িতে AS USUAL GORGEOUS কোয়েল। বললেন, সারা বছর কাজের ব্যস্ততায় দেখা হয়না কারও সঙ্গে। পুজোর কটা দিন তাই একেবারে NO WORK. শুধু  দেদার আড্ডা আর গল্প।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিরাটের ডাবল সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির পথে রাহানেও!


এবার একেবারে টেনশন ফ্রি মুডে পুজো কাটছে কোয়েল মল্লিকের। কারণ পুজোয় কোনও ছবি রিলিজ নেই তাঁর। সকাল-বিকেল তাঁকে দেখা যাচ্ছে ঠাকুরদালানে। বাবা-মা আর বর রানেকে নিয়ে হাসি ঠাট্টায় সময় কাটছে মল্লিক বাড়ির আদরের মেয়ের।


আরও পড়ুন  বলিউড তারকাদের মধ্যে এ বছরে সবথেকে বেশি আয়কর দিয়েছেন কে জানেন?