করোনা মুক্ত কোয়েল মল্লিক সহ পরিবারের অন্যান্যরা
সুস্থ হয়ে উঠেছেন নিসপাল সিং রানে সহ পরিবারের অন্যান্যরাও।
নিজস্ব প্রতিবেদন : অবশেষে মল্লিক পরিবারে ফিরল স্বস্তি। করোনা মুক্ত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। একথা নিজেই টুইট করে জানিয়েছেন কোয়েল। সুস্থ হয়ে উঠেছেন নিসপাল সিং রানে সহ পরিবারের অন্যান্যরাও।
কোয়েল টুইটারে লেখেন, '' আপনাদের সকলের ভালবাসা, প্রার্থনার জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই। সকলের প্রার্থনা ও আশীর্বাদে আমরা সকলে পুরোপুরি করোনামুক্ত।''
আরও পড়ুন-করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন
প্রসঙ্গত, গত ১০ জুলাই নিজেই টুইট করে বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল সিং রানে এবং তাঁর নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন কোয়েল নিজেই।
এই খবর ছড়িয়ে পড়ার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন কোয়েল ও রঞ্জিত মল্লিকের অনুরাগীরা। পরবর্তীকালে রঞ্জিত মল্লিকের দ্বিতীয় বার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও বাকিদের তখনও পজেটিভ আসে। তবে বর্তমানে কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানের পরিবারের সকলেই সুস্থ।
আরও পড়ুন-''দিশা সালিয়ানের কেস ডিটেলস ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে'', বিহার পুলিসকে জানাল মুম্বই পুলিস