শীঘ্রই মা হতে চলেছেন, লকডাউনে ছোটবেলার স্মৃতিতে বিভোর কোয়েল মল্লিক
ফিরে গেলে `পুরানো সেই দিনের কথা`য়।
নিজস্ব প্রতিবেদন : লকডাউনে গৃহবন্দি। তার উপর খুব শীঘ্রই মা হতে চলেছেন। এই পরিস্থিতিতে ছোটবেলার স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ফিরে গেলে 'পুরানো সেই দিনের কথা'য়।
কোয়েল তখন পঞ্চম শ্রেণিতে পড়েন। সেবছর সরস্বতী পুজোর দিনে ভবানীপুরের বাড়িতে সাজুগুজু করে ছবি তুলেছিলেন তিনি। এত বছর পর সেই ছবিই হঠাৎ খুঁজে পেয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন- বহু বছর কথা হয় না, লকডাউনে বড় ভাইয়ের স্মৃতিতে বিহ্বল ছোট ভাই বসালে প্রিয় আপেল গাছ
ছবিতে অবশ্য কোয়েলের সঙ্গে আরও এক কিশোরীকে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রাম থেকে জানা যাচ্ছে, কোয়েলের সঙ্গে ওই কিশোরীর নাম সুকন্যা পাল। তবে সম্পর্কে তিনি কোয়েলের কে হন, তা অবশ্য ছবিতে উল্লেখ নেই। তবে কোয়েল মল্লিকের পুরনো আরও একটি ইনস্টা পোস্ট আর ট্যাগিং দেখে মনে হচ্ছে সুকন্যা পালই হলেন কোয়েলের সঙ্গে থাকা ছোটবেলার ওই কিশোরী।
আরও পড়ুন-লকডাউনে গরিবদের পাশে অভিনেতা সোহম, তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী
এই ছবি দেখলে হয়ত আপনিও হয়ত লকডাউনের এই সময় মনে মনে নিজের ছোটবেলায় ফিরে যাবেন। কোয়েলের এই ছবির নিচে কমেন্ট করেছেন অনেকেই।
প্রসঙ্গত লকডাউনের কারণে পিছিয়ে গিয়েছে কোয়েল মল্লিকের ছবি 'রক্তরহস্য'। ছবিটি ঠিক কবে মুক্তি পাবে, তা প্রযোজনা সংস্থার তরফে লকডাউনের পর জানানো হবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন-'কাজল খুব খারাপ, কাজের প্রতি মনোযোগী নয়', আমিরকে বলেছিলেন শাহরুখ!