নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছেন কঙ্গনা রানাউত। কঙ্গনা রানাউতের সঙ্গে সুর মিলিয়ে এবার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সরব হলেন বাঙালি অভিনেত্রী কোয়েনা মিত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে কোয়েনা বলেন, বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেকে রয়েছেন, যাঁরা নতুনদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকেন। তাঁদের সুরে কথা না বলে বিরুদ্ধাচারণ করলে,কাজ না দেওয়ার হুমকি দেন তাঁরা। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির ধ্বজাধারী ওই মানুষরা সব সময় হুমকি দিয়ে প্রতিবাদীকে চুপ করিয়ে দেন। কিন্তু বলিউড সমুদ্রের মতো। তাই এখানে কে কাকে কাজ দেন বা কার কাজ কেড়ে নেন, তার হিসাব পাওয়া মুশকিল বলেও মনে করেন বাঙালি অভিনেত্রী। শুধু তাই নয়, কাউকে নিষিদ্ধ করার হুমকি কে দেন! কোনও অভিনেতা, অভিনেত্রীকে নিষিদ্ধ করার ক্ষমতা কারও নেই বলেও মন্তব্য করেন কোয়েনা।


আরও পড়ুন  :  'একজন স্ত্রীকে সামলাতে পারেন না, জ্ঞান দিতে এসেছেন', আক্রমণ অনুরাগ কাশ্যপকে


প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বিলউডের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন কঙ্গনা। মহেশ ভাট, করণ জোহর, আদিত্য চোপড়াদের পাশপাশি আলিয়া ভাট, সোনম কাপুর, সোনাক্ষী সিনহাদেরও কটাক্ষ করেন কঙ্গনা। যা নিয়ে বি টাউনে জোর কদমে শোরগোল চলছে। কঙ্গনার বিরুদ্ধেও আলিয়া, অনুরাগ কাশ্যপরা যখন মন্তব্য করতে শুরু করেছেন, সেই সময় বলিউড কুইনের পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করলেন কোয়েনা মিত্র।