`অন্দরমহল` থেকে বিদায়, এখন কি রান্নাঘরেই দিন কাটছে কনীনিকার?
ফেসবুকে শেয়ার করেন ছবি
নিজস্ব প্রতিবেদন : 'অন্দরমহল' থেকে বিদায় নিয়েছেন তিনি। প্রতিদিন রাত ৯.৩০ বাজলেই যাঁরা টেলিভিশনের সামনে বসে পড়তেন 'পরমেশ্বরী'-র অমোঘ টানে, তাঁরা এখন আর ওই নির্দিষ্ট সময়ে দেখতে পান না তাঁদের পছন্দের অভিনেত্রীকে। বুঝতেই পারছেন, বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে।
আরও পড়ুন : নয়া রূপে রাজ-ঘরণী, দেখুন 'হট' শুভশ্রীকে
'অন্দরমহল' থেকে বিদায় নিলেও, ভক্তদের হৃদয়ে যে এখনও সমানভাবে রাজত্ব করছেন কনীনিকা, তা অভিনেত্রীর সাম্প্রতিক সোশ্যাল স্টেটাস দেখলেই স্পষ্ট হয়ে যাবে। 'অন্দরমহল' থেকে সরে যাওয়ার পর যেমন তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে স্পষ্টভাবে জানিয়েছিলেন, তেমনি এবার ক্রিস্টমাসে কী করছেন, তাও স্পষ্ট করে দেন অভিনেত্রী। অর্থাত, বাঙালির বড়দিন উপলক্ষে এবার নতুন করে ছবি শেয়ার করলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। আর জানালেন, ক্রিস্টমাস বলে কথা, তাই তিনি এখন 'বেকিংয়ে' (কেক তৈরিতে) ব্যস্ত।
দেখুন সেই ছবি...
সেই সঙ্গে একটি ছবিও শেয়ার করেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। যেখানে 'শেফ টুপি' পরে ভক্তদের কাছে নতুন করে ধরা দেন কনীনিকা। টেলিভিশন অভিনেত্রীর ওই ছবি প্রকাশ পাওয়ার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।