Kabir Suman comments on Rape Case: ধর্ষণকাণ্ডে প্রতিবাদীদের `নপুংসক` বলে কটাক্ষ কবীর সুমনের, নিন্দায় সরব কৌশিক সেন-অনীক দত্ত-কমলেশ্বর মুখোপাধ্য়ায়-সমীর আইচ
বুধবার সোশ্যাল মিডিয়ায় কবীর সুমন(Kabir Suman) লেখেন,`শুরু হয়ে গেছে ফোনে নপুংশকদের আক্রমণ `রাজ্যজুড়ে ধর্ষণের` বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।`
নিজস্ব প্রতিবেদন: রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায়(Social Media) সরব তারকা থেকে শুরু করে সাধারণ মানুষেরা। রাজ্যজুড়ে একাধিক ধর্ষণকাণ্ডে যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের বিরুদ্ধে বেনজির আক্রমণ কবীর সুমনের(Kabir Suman)। ধর্ষণের প্রতিবাদ তো দূরঅস্ত, প্রতিবাদীদের নপুংসক বলে কটাক্ষ করলেন তিনি। এমনকি ধর্ষণ নিয়ে যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের চাড্ডি ও মাকু বলেও ভর্ৎসনা করলেন কবীর। প্রতিবাদীদের ক্লোন বলেও কটাক্ষ করতে ছাড়লেন না কবীর সুমন।
কবীর সুমনের এহেন মন্তব্যে বিস্মিত চিত্রশিল্পী সমীর আইচ(Samir Aich) ও অভিনেতা কৌশিক সেন(Koushik Sen)। বুধবার সোশ্যাল মিডিয়ায় কবীর সুমন লেখেন,'শুরু হয়ে গেছে ফোনে নপুংশকদের আক্রমণ 'রাজ্যজুড়ে ধর্ষণের' বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।' চিত্রশিল্পী সমীর আইচ কবীর সুমনের এহেন মন্তব্যে হতবাক। তিনি কবীর সুমনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাননি। জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন,'আমি বিস্মিত, স্তম্ভিত, মুখ্যমন্ত্রীর এই বিষয়ে মন্তব্য শুনে আমি অবাক। এই ঘটনা খুবই নিন্দনীয়। এই ঘটনায় দলমতনির্বিশেষে সবার তীব্র নিন্দা করা উচিত।'
কবীর সুমনের বক্তব্য শুনে কার্যত অবাক ও লজ্জিত অভিনেতা কৌশিক সেন(Koushik Sen)। জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন, 'আমার মনে হয় যে একটা সময়ের পরে যেটা হয়, খুব ক্রিয়েটিভ মানুষদের ক্ষেত্রে এটা হয় বলে আমার মনে হত না কিন্তু বর্তমান সময়ে কবীর সুমনের কথাবার্তা শুনে মনে ওঁর মতো একজন গুণী, প্রতিভাবান, বিশাল মাপের শিল্পী কীভাবে নিজেকে হারিয়ে ফেলছেন। কীভাবে এরকম অদ্ভুত মন্তব্য করছেন, যে মন্তব্যগুলো শুধু ওঁর ক্ষতি করছে না, আমরা যাঁরা ওঁর অনুরাগী আমাদেরও লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ওঁর গানের কথা য়েখানে সবসময় মানুষের কথা বলেছে, সেখানে এই মুহূর্তে যখন সংগত কারণেই সর্বত্র প্রতিবাদ হচ্ছে সারা পশিচমবঙ্গ জুড়ে সেখানে সেই প্রতিবাদটাকে ওঁ এইভাবে আক্রমণ করছে, এর থেকে বোঝা যায় কোথায় ওঁর সবকিছু গোলমাল হয়ে গেছে। সিলেক্টিভ প্রতিবাদ শুধু নয়, উনি ভীরুর মতো আচরণ করছেন, কথা বলতে ভয় পাচ্ছেন। আমরা সবাই চাইব পশ্চিবঙ্গে শান্তি থাকুক, আইন শৃঙ্লা বজায় থাকুক, তার দাবিতে আমরা যে যার মতো করে যদি সরব হই আমার মনে হয় সেখানে ওঁরও কন্ঠ মেলানো উচিত। ওঁর ও উচিত মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে দাবি করা, যাতে কোনও অপরাধী রেহাই না পায়। সেখানে ওঁ উল্টে সুরে কথা বলছেন এটাই বেদনাদায়ক, খুব বিস্ময়কর। আমার নিন্দার ভাষা নেই।'
আরও পড়ুন: Kabir Suman on Rape: ধর্ষণকাণ্ডে প্রতিবাদীরা 'নপুংসক', 'চাড্ডি+মাকু'! ফের বেফাঁস মন্তব্য কবীর সুমনের
কবীর সুমনের এই মন্তব্যকে অকিঞ্চিৎকর বলেছেন অনীক দত্ত(Anik Dutta)। তিনি বলেন, 'ওঁর ভাবমূর্তির আর নতুন করে কোনও ক্ষতি হবে না। ওঁ দুটি কারণে এরকম করছেন, এক খবরে থাকবেন আর দ্বিতীয়ত ওঁ যাদের ডিফেন্ড করছেন তাঁদের কাছে ওঁর বার্তা পৌঁছচ্ছে। ওঁর কার্যসিদ্ধি হচ্ছে। আমার কাছে এটা একদমই নন ইস্যু। লেখায় মুন্সিয়ানায় ছিল কিন্তু আমি কখনই ওঁর গানে ভক্ত নয়। আমি প্রথমদিন ওঁর সঙ্গে দেখা করেই বুঝেছিলাম ওঁ কী। আমার ওঁকে কোনদিনই সৎ মনে হয়নি।'
কমলেশ্বর মুখোপাধ্যায়(Kamaleshwar Mukherjee) বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক। ওঁর গান শুনেই তো বড় হয়ে ওঠা। এখন ওঁর কথা বলার যে পদ্ধতি, যা শ্ব্দ ব্যবহার করছেন তা ওঁর থেকে আশা করা যায় না। সেটা খারাপ লাগছে। আলাদা করে ওঁর সম্পর্কে কটূকথা বলার মানে হয় না। ওঁর কথাবার্তার ভারসাম্য হারিয়ে গেছে। আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।'