নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোক প্রকাশ করলেন কুমার শানু। তিনি বলেন, সুশান্ত তাঁর ছেলের মতো। অত্যন্ত মেধাবী অভিনেতা ছিলেন সুশান্ত। অভিনয়ের মাধ্য়মে মানুষকে আনন্দ দিতেন। সুশান্ত যদি সাহায্যের জন্য কারও কাছে যেতেন, তাহলে হয়ত এরকম কিছু হত না বলেও মন্তব্য করেন কুমার শানু। পাশাপাশি সুশান্ত চিরকাল প্রত্যেকের মনের মধ্যে থাকবেন বলেও জানান বলিউডের এই জনপ্রিয় গায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : স্বজনপষণের মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সুশান্তের মৃত্যুর পর বললেন ইরফান-পুত্র বাবিল


তিনি আরও বলেন, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, স্বজনপোষণ রয়েছে সর্বত্র। তবে কোনও শিল্পীকে তৈরি বা শেষ করে দেওয়ার ক্ষমতা কারও নেই। একমাত্র শিল্পী তৈরি এবং তাঁকে শেষ করার ক্ষমতা রয়েছে ভক্তদের। 


শুধু তাই নয়, মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে লড়াই শুরুর আগে, নিজের মাথার ছাদ এবং পেটের খাবার জোগাড়ের ব্যবস্থা করে নিতে হবে। তা না হলে লড়াই করা যাবে না বলেও নতুনদের পরামর্শ দেন কুমার শানু।