সুতপা সেন : 'বঙ্গবিভূষণ' সম্মানে সম্মানিত জনপ্রিয় গায়ক কুমার শানু (Kumar Sanu)। রাজ্য সরকারের তরফে এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত গায়ক। তাঁর কথায়, 'গত ৩৫ বছর ধরে গান গেয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গ থেকে এমন সম্মান দিদিই প্রথম দিলেন। আর বাঙালি হিসাবে এটাই আমার কাছে সবথেকে বড় সম্মান।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে কুমার শানু বলেন, 'বাঙালি হয়েও বাংলা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, তবে দিদি সবসময় কাছে টেনে নেন। আমরা দূরে গিয়েও তাই দূরে যেতে পারি না, সেটা শুধুমাত্র দিদির জন্য। এই পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ, আমার কাছে আজ কথা বলার ভাষা নেই।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন 'বঙ্গভূষণ' এবং 'বঙ্গবিভূষণ' পুরস্কারের মঞ্চে সকলের অনুরোধে 'কত যে সাগর নদী' এবং পরে 'মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়' গানটিও গেয়ে শোনান কুমার শানু। এদিন কুমার শানু ছাড়াও রাজ্যসরকারে তরফে 'বঙ্গবিভূষণ' সম্মান পান আরও একজন প্রবাসী বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। মঞ্চে উঠে অভিজিৎ পুরনো একটি ঘটনা শেয়ার করে জানান, তাঁকে একবার দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বকেছিলেন। আসলে এটাই হলেন দিদি। আমরা ৪ ভাই, আমার কোনও দিদি বা বোন নেই। আর এই দিদি মানে মমতাদি নয়, দিদি মানে আপন দিদি। আজ থেকে আমারও একজন দিদি আছেন। এরপর দিদির উদ্দেশ্যে অভিজিৎ ভট্টাচার্য গেয়ে শোনান, 'তুম দিলকি ধরকন মে।' 


আরও পড়ুন- সাদা-কালোর মেলবন্ধন, 'মন্নত'-কে নতুন রূপ দিলেন গৌরী খান



আরও পড়ুন- 'কাউকে মারতে দীপিকার বন্দুকের প্রয়োজন নেই', বলছেন শাহরুখ


এবছর কুমার শানু এবং অভিজিৎ ভট্টাচার্য ছাড়াও 'বঙ্গবিভূষণ' পান তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, দেবজ্যোতি বোস। 'বঙ্গভূষণ' সম্মান পেয়েছেন দেব, ইন্দ্রানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, জুন মালিয়া, শ্রীজাত, লীনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, জিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, 'হাসখালি' ধর্ষণকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সরব হয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তারপর থেকে রাজ্য সরকারের সঙ্গে পরিচালকের শীতল সম্পর্ক তৈরি হয়েছিল বলেই শোনা যায়। তবে সোমবার পরিচালককে 'বঙ্গভূষণ' সম্মান দিয়ে ফের একবার কাছে টেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর গলায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রশংসাও শোনা গেল। 


এদিকে এদিনই মহানায়ক সম্মান দেওয়া হয় নুসরত জাহান(Nusrat Jahan) ও সোহম চক্রবর্তী। বাংলা চলচ্চিত্রকে সার্বিকভাবে সমৃদ্ধ করার জন্যই তাঁদের এই পুরস্কার প্রদান করা হয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)