নিজস্ব প্রতিবেদন: আমির খানের সঙ্গে প্রেম করছেন করিনা কাপুর খান। কি অবাক হয়ে গেলেন তো শুনে? তবে আমির এবং করিনার সম্পর্কের রসায়ন বুঝতে গেলে 'লাল সিং চাড্ডা'-য় চোখ রাখতে হবে আপনাকে।
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি 'লাল সিং চাড্ডা' নামে একটি সিনেমার শ্যুটিং শুরু করেছেন আমির খান। এই সিনেমায় প্রথমে আমির খানের ছোটবেলার বন্ধু এবং পরে প্রেমিকা হিসেবে অভিনয় করবেন করিনা কাপুর খান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সিনেমা নেই, রোজগার শূন্য, অশান্তি চরমে ওঠাতেই ইমরানের সঙ্গে বিচ্ছেদ স্ত্রীর!
জানা যাচ্ছে, আমির, করিনার ছোটবেলার ভূমিকায় ছোট কাউকে দিয়ে অভিনয় করানো হবে। কলেজে যাওয়ার পর আমির, করিনাকে স্ক্রিনে রোমান্স করতে দেখা যাবে বলে খবর। 
'লাল সিং চাড্ডা'-র প্রথম অংশের শ্যুটিং পঞ্জাবে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আমির খান। কয়েকদিনের মধ্যেই আমিরের সঙ্গে শ্যুটিংয়ের সেটে যোগ দেবেন করিনা কাপুর খান। এই সিনেমার জন্য আমির ইতিমধ্যেই ২০ কেজি ওজন কমিয়েছেন বলে খবর।


আরও পড়ুন : 'অ্যাশ' আবার কী? ঐশ্বর্যকে ডাকায় ক্ষেপে গেলেন জয়া বচ্চন, দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত ১০০টি জায়গায় অর্থাত গোটা ভারত জুড়ে 'লাল সিং চাড্ডা'-র শ্যুটিং করা হবে বলে খবর।