নিজস্ব প্রতিবেদন: শ্রীদেবী নেই, এটা যে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটা অপূরণীয় ক্ষতি, সেকথা আর বলার অপেক্ষা রাখে না।  'চাঁদনি'র মৃত্যু এক্কেবারেই মেনে নিতে পারছে না বলিউড তথা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। বিষয়টা যেন কিছুতেই মেনে নিতে পারছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রীদেবীর লিপে একাধিক সিনেমায় গান গেয়েছেন লতাজি। 'মৌরনি বাগা মা' , 'মেরে হাতো মে', 'কভি ম্যায় কহুঁ,' 'নয়নো মে স্বপ্না', সহ  শ্রীদেবীর একাধিক সিনেমায় শোনা গেছে সুর সম্রাজ্ঞীর গলা। তবে সেই শ্রীদেবীই যে আর নেই একথা তাঁর যে মানতে কষ্ট হবে সেটাই স্বাভাবিক। ৮৮ বছরের প্রবীণ সঙ্গীতশিল্পী লিখেছেন, ''আমি ভাবতেও পারছি না শ্রীদেবী এত অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার বলার কোনও ভাষা নেই। বনি কাপুর ও শ্রীদেবীর দুই সন্তানের প্রতি আমার সমবেদনা রইল।''



অন্যদিকে, 'চাঁদনি' অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় হতবাক লতা মঙ্গেশকরের বোন তথা কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেও।তিনি লিখেছেন ''এটা শুনতে খারাপ লাগছে শ্রীদেবীজি আর নেই।  আমরা অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।''


আরও পড়ুন- হৃদরোগেই মৃত্যু শ্রীদেবীর, সামনে এল ফরেন্সিক রিপোর্ট