Lata Mangeshkar Passes Away: আটটি ছবিতে অভিনয় করেছিলেন, সব ক`টিই ফ্লপ! কে জানেন?
মাত্র ১৩ বছর বয়সেই লতাকে সংসারের হাল ধরতে হয়েছিল।
নিজস্ব প্রতিবেদন: খুব ছোট থেকেই লতার জীবন ছিল কঠিন লড়াইয়ে ভরা। তাঁর ছোটবেলাটা খুব সুখকর ছিল না। মাত্র ১৩ বছর বয়সেই তাঁকে সংসারের হাল ধরতে হয়েছিল। বাবা মারা গিয়েছিলেন। লতার পরিবারে তখন বিধবা মা আর ছোট ছোট ভাইবোন। তাদের দায়িত্ব এসে পড়ল ছোট্ট লতার ঘাড়ে। আর লতার হাতে একমাত্র ছিল গান। কিন্তু রোজগারের পরিমাণ বাড়াতে গিয়ে তিনি ফিল্মেও ঢুকলেন।
১৯৪২ সালে লতার বাবার মৃত্যু। তার পর থেকে ১৯৪৮ সাল-- এই ছ'বছরে লতা মোট আটটি ছবিতে কাজ করেছিলেন। কিন্তু একটি ছবিতেও সাফল্যের মুখ দেখেননি তিনি।
এমনকি তিনি ওই ১৯৪২ সালেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে কেরিয়ার শুরু করে ফেলেছিলেন। মারাঠি ছবি 'কিতি হাসাল'-য়ে তিনি গান গাইলেন। কিন্তু লতার সেই প্রথম ফিল্মি গান দিনের আলো দেখল না। কেননা, ছবি মুক্তি পেলেও এডিটিংয়ের সময়ে বাদ যায় পরবর্তী কালের সুরসম্রাজ্ঞীর গানের দৃশ্যটি।
আরও পড়ুন: Lata Mangeshkar Passes Away: কানাডায় লতার ছবি তুলে দিয়ে সেদিন সুরের রানিকে কী বলেছিলেন মুকেশ?