বাড়িতে হাজির CID-র ACP প্রদ্যুমান, বন্দুক হাতে লতা মঙ্গেশকর
তাঁর সামনে হাত তুলে CID-র ACP প্রদ্দুমান, অর্থাৎ অভিনেতা শিবাজি সতম।
নিজস্ব প্রতিবেদন: বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন লতা মঙ্গেশকর। তাঁর সামনে হাত তুলে CID-র ACP প্রদ্দুমান, অর্থাৎ অভিনেতা শিবাজি সতম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি পোস্ট করেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর।
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন, তা অবশ্য বেশ পুরনো। ছবিটি পোস্ট করে ক্যাপশানে গায়িকা লিখেছেন, ''CID-টিমের সঙ্গে আমার পছন্দের একটি ছবি।'' সিআইডি টিম কিংবদন্তি গায়িকার বাড়িতে গিয়েছিলেন ২০১৩ সালে। ছবিটিও সেসময়ের তোলা।
তবে গায়িকার ছবিটি শেয়ার করার কারণ অবশ্য অভিনেতা CID-র ACP প্রদ্দুমান খ্যাত অভিনেতা শিবাজি সতমের জন্মদিন। কারণ, আরও একটি টুইটে তিনি তাঁর পছন্দের অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। সুর সম্রাজ্ঞীর ইচ্ছা প্রকাশ করেছেন, খুব শীঘ্রই এই ধারাবাহিকটি আবারও শুরু হোক।
প্রসঙ্গত, CID ধারাবাহিকটি টেলি দুনিয়ার সবথেকে বেশিদিন চলা ধারাবাহিক, যেটি শুরু হয়েছিল ১৯৯৮ সালের ২১ জানুয়ারি আর CID-র শেষ পর্ব সম্প্রচারিত হয় ২০১৮ সালের ২৭ অক্টোবর।
আরও পড়ুন- বাড়িতে স্ত্রী, সন্তানের থেকে আলাদা থাকছেন অভিনেতা বিশ্বনাথ?