কঠিন সময়ে লতা মঙ্গেশকরের পাশে দাঁড়ালেন সেলিব্রিটি শেফ বিকাশ খান্না
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ধন্যবাদ জানান লতাজি
নিজস্ব প্রতিবেদন : দীননাথ মঙ্গেশকর হাসপাতাের জন্য এগিয়ে এলেন সেলিব্রিটি শেফ বিকাশ খান্না। কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করতে পুনেতে লতা মঙ্গেশকরের ওই হাসপাতালকে ১ হাজার পিপিই কিট দিলেন বিকাশ খান্না। এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সেলিব্রিটি শেফকে ধন্যবাদ জানান লতা মঙ্গেশকর। নিজের ট্যুইটার হ্যান্ডেলে বিকাশ খান্নাকে ধন্যবাদ জানান তিনি।
দেখুন...
বাবা দীননাথ মঙ্গেশকরের স্মৃতিতে পুনেতে হাসপাতালে গড়ে তোলেন লতা মঙ্গেশকরের সংস্থা। কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করতে নিজের হাসপাতালের পাশাপাশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষের অনুদান দান সুর সম্রাজ্ঞী।
লতা মঙ্গেশকরের পাশাপাশি দেশের এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন বলিউডের একের পর এক সেলেব। সলমন খান, শাহরুখ খান, হৃত্বিক রোশন, অক্ষয় কুমার, বিকি কৌশল, কার্তিক আরিয়ান, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউতরা একের পর এক অনুদান দিচ্ছেন ত্রাণ তহবিলে। ত্রাণ তহবিলের পাশাপাশি দৈনিক রোজগেরে শ্রমিকদের পাশে এসেও দাঁড়াচ্ছেন সেলেবরা।