আত্মহত্যা নয়, খুন করা হয়েছে সুশান্তকে, দাবি বন্ধু স্মিতার
উইকিপিডিয়া থেকে তুলে দেওয়া হোক আত্মহত্যা শব্দ, দাবি বন্ধুর
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের উইকিপিডিয়া পেজে মৃত্যুর কারণ হিসেবে তুলে দেওয়া হোক আত্মহত্যা শব্দ। সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে। সুশান্তের উইকিপিডিয়া পেজে তাই অভিনেতার মৃত্যুর কারণ হিসেবে লেখা হোক খুন। এবার এমনই দাবি করলেন সুশান্ত সিং রাজপুতের কাছের বন্ধু স্মিতা পারেখ।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি স্টেটাস দেন স্মিতা। সেখানেই তিনি দাবি করেন, সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে। সুশান্তের মৃত্যুর জন্য যারা দায়ি, তারা যাতে শাস্তি পায়, সেই দাবি করা হচ্ছে। তাই সুশান্ত সিং রাজপুতের উইকিপিডিয়া পেজ থেকে আত্মহত্যা তুলে দিয়ে সেখানে অভিনেতার মৃত্যুর কারণ হিসেবে খুন শব্দ ব্যবহার করা হোক বলে দাবি করেন স্মিতা।
আরও পড়ুন : IPL-এ কোনও জায়গা হবে? তৈমুর কি খেলতে পারবে! প্রশ্ন করিনার
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সম্প্রতি এইমসের সুধীর গুপ্তার দাবি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়। সুধীর গুপ্তা দাবি করেন, সুশান্তের মৃত্যুর সঙ্গে খুনের কোনও যোগ নেই। আত্মহত্যা করেছেন অভিনেতা। সুধীর গুপ্তার ওই দাবির পর জোর শোরগোল শুরু হয়ে যায়। এমনকী, সুশান্তের মৃত্যুর পর ওই মামলা যখন সিবিআইয়ের হাতে যায়, তখন এইমসের ফরেন্সিক দলও সেখানে হাজির ছিল। সুশান্তের মৃতদেহ দেখে, ওই ঘটনাকে খুন বলে দাবি করেন সুধীর গুপ্তা। সেই দাবির পর তিনি কেন পালটি খেলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয় বিভিন্ন মহলে। এমনকী, বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, সুশান্তের মৃত্যুকে সুধীর গুপ্তা যখন খুন বলে দাবি করেন, তাঁর তখনকার কথপোকথন তাঁদের কাছে রেকর্ড করা রয়েছে। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয় সম্প্রতি।