জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলা বাহুল্য একপ্রকার খারাপ বছর চলছে সলমান খানের। কিছুদিন আগেই তার খুব কাছের বন্ধু বাবা সিদ্দিকীর 'খুন' এবং তারপর একের পর এক বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে 'খুনের হুমকি'। এইসব কিছুর মধ্যে এবার বিস্ফোরক দাবি করলেন সলমান 'প্রাক্তনী'। সলমান প্রাক্তনী শমি আলি তিনি একধারে অভিনেত্রী তো অন্যদিকে সমাজসেবীও। এবার তিনি নিজেই বিস্ফোরক দাবি করলেন সলমান খানের বিরুদ্ধে। সরাসরি তুলনা করে ফেললেন লরেন্স বিষ্ণোইের সঙ্গে সলমান খানকে। জানা গিয়েছে, আট বছরের সম্পর্ক ছিল সলমান খান এবং শমি আলির। সেই সম্পর্কে বহু খারাপ অভিজ্ঞতা রয়েছে শমির। শমি আলি জানান, 'আট বছরের সম্পর্কে সলমান খান আমাকে শারীরিক এবং মানসিক কষ্ট দিয়েছে। যার কারণে আমাকে বলিউড থেকে বেড়িয়ে আসতে হয়।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Azmeri Haque Badhon: মেয়ের আবদার নতুন বাবার! ফের বিয়ের পিঁড়িতে বাঁধন?     


বর্তমানে শমি একটি এনজিও চালাচ্ছেন। হিউম্যান ট্রাফিকিং এবং ডোমেস্টিক ভাওলেন্সে আক্রান্ত মানুষদের মূলস্রোতে ফেরাতে সাহায্য করছেন। শমি আরও বলেন, 'সলমান খান আমার সঙ্গে যে ব্যবহার করেছেন। সেই রকম ব্যবহার তাঁর আগের কোন বান্ধবীর সঙ্গে করেননি। যতটা নিগ্রহ আমার ওপর করেছিল। ততটা কারোর সঙ্গে হয়নি।' একই সাথে তিনি বলেন, 'সলমান ঐশ্বর্যকে খুব বাজে ভাবে নিগ্রহ করেছে। আমার মনে হয় ঐশ্বর্যের কাঁধও ভেঙে ফেলেছিল সলমান।' শমি পাশাপাশি 'লরেন্স বিষ্ণোইের' সঙ্গে সলমানকে তুলনা করে বলেন, 'সলমান যা আমার সঙ্গে করেছে, সেখানে থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি বিষ্ণোই (লরেন্স) অনেক ভালো তার থেকে।' 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)