নিজস্ব প্রতিবেদন : উত্তাপ ছড়াচ্ছে বিক্রম ভাট-এর ‘মায়া টু’। যেখানে লীনা জুমানি এবং প্রিয়াল গোর-এর ঘনিষ্ঠতা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিক্রম ভাট-এর নতুন ওয়েব সিরিজ ‘মায়া টু’-তে সমকামীদের সমস্যাকে তুলে ধরা হয়েছে। সেই ওয়েব সিরিজেই টেলি অভিনেত্রী লীনা জুমানিকে দেখা যাচ্ছে বেশ খোলামেলা পোশাকেই। এই ওয়েব সিরিজে সিম্মি এবং রুহি নামে দুই বান্ধবীর জীবনের গল্পকে তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আরও পড়ুন : সোনামের হবু স্বামীর বিলাসবহুল বাংলোর দাম জানেন!


দেখুন ‘মায়া টু’-এর ঝলক..


 



প্রসঙ্গত ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী লীনা জুমানি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। এবার সেই টেলি অভিনেত্রীকে নিয়েই ওয়েব সিরিজে নিয়ে এলেন বলিউডের ভাট ক্যাম্পের এই সদস্য। আগামী ২০ এপ্রিল থেকে ইউটিউবে ‘মায়া টু’ দেখা যাবে বলে জানা যাচ্ছে।


আরও পড়ুন : অনিল-তব্বুর নয়া রসায়ন, সামনে আনলেন ফারহা



বিক্রম ভাট-এর মেয়ে কৃষ্ণা ভাট-এর পরিচালনাতেই এবার সামনে আসছে ‘মায়া টু’। সম্প্রতি ওই ওয়েব সিরিজের একটি ক্লিপিংস শেয়ার করেন প্রিয়াল গোর। আর তারপরই বিষয়টি ভাইরাল হয়ে যায়।