নিজস্ব প্রতিবেদন: ​অস্কারে মনোনয়ন পেল ভারতীয় ছবি 'জাল্লিকাট্টু'। পরিচালক লিজো জোসের ছবি জাল্লিকাট্টু-ই এবার অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। পরপর ২৭টি ছবিকে পিছনে ফেলে এবার অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য এগিয়ে গেল জাল্লিকাট্টু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন ট্রেলার...


 



ছবিতে দেখানো হয়, হারিয়ে যাওয়া একটি ষাড়কে খুঁজতে রাস্তায় নেমে পড়ে প্রায় গোটা গ্রাম। হাতে মশাল নিয়ে ওই ষাড়কে খুঁজতে বন, জঙ্গল পেরিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে শুরু করে মানুষ। লেখক হরেশের ছোট গল্প থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে এই মালায়লম ছবি। মানুষ যে পশুর চেয়েও অধম হয়ে গিয়েছে বর্তমানে, সেই দৃশ্যপটেই জাল্লিকাট্টু তৈরি করা হয়েছে বলে জানান জুরি বোর্ডের চেয়ারম্যান রাহুল রাওয়াল। ৯৩তম অস্কারের মঞ্চে এবার জাল্লিকাট্টু কতটা মন জয় করতে পারে, এবার সেটাই দেখার।