নয়া লুকে অক্ষয় কুমার, দেখুন
অক্ষয় কুমারের সঙ্গে এই সিনেমায রয়েছেন মৌনি রয়
নিজস্ব প্রতিবেদন : এবার নতুন রূপে হাজির হলেন অক্ষয় কুমার। ‘গোল্ড’-এর জন্যই এবার নতুনভাবে দেখা গেল বলিউড ‘খিলাড়ি’-কে। ‘গোল্ড’-এর গান ‘চড় গ্যায়ী হ্যায়’-এর ধুনেই এখানে কোমর দোলাতে দেখা যাচ্ছে অক্ষয়কে। দেখুন সেই ভিডিও..
‘গোল্ড’-এ অক্ষয় কুমারের সঙ্গে রয়েছেন মৌনি রয়, কুণাল কাপুর, সানি কৌশল, অমিত সাদ এবং বিনীত কুমার সিং। প্রযোজক রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতারের এই সিনেমা মুক্তি পাবে আগামী ১৫ অগাস্ট।
আরও পড়ুন : অমৃতার সঙ্গে বিচ্ছেদ, প্রথম পক্ষের মেয়ে সারার জন্য সইফ কি করলেন জানেন!
‘টয়লেট এক প্রেম কথা’, ‘প্যাডম্যান’-এর পর পরই ‘গোল্ড’-এর শুটিং শুরু করেন অক্ষয় কুমার। আর এই সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মৌনি রয়।