নিজস্ব প্রতিবেদন: জগদম্বা জ্বালানি জোগাড় করতে গিয়ে বনের মধ্যে সাপের মুখে পড়ে! ঠিক সেই সময় মথুর এসে তাঁকে বাঁচায়। এরপর চন্দ্র সেখানে এসে জগদম্বাকে বকা দেন। পরের দিন রানী তাঁর বাবার শ্রাদ্ধ শান্তি করেন। আর চন্দ্রর পুরোনো কথা মনে পড়তে থাকে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রানী রঘুবীরের জন্য পায়েস বানাতে গেলে সে কিছুতেই উনুন জ্বালাতে পারে না এবং কান্নাকাটি করতে থাকে। চন্দ্র তাঁকে সামলে নিলেও, তিনি মনে মনে কষ্ট পেতেই থাকেন। এদিকে, জগদম্বা করুণার কাছে মথুরের কথা বলতে থাকে। মথুর তাঁকে বাবামশাইয়ের  সামনে বকেছেন বলে, চন্দ্র সেখানে এলে সে বলে, দোষ করলে তো বকাবকি শুনতেই হবে। এরপর ঘুমের মধ্যে রঘুবীর রানীকে স্বপ্ন দেয়, সে রানী হয়ে কি করে নিজের দুঃখ নিয়েই ভেবে চলেছে! এই ভূমিকম্পে এত মানুষের ক্ষতি হয়েছে, তবুও রানী কেন তাঁদের কোনও সাহায্য করেনি? আর সেই কারণেই রঘুবীর রানীর হাতের প্রসাদ গ্রহণ করছেন না। হঠাত্ রানীর ঘুম ভেঙে যায়। এখানে ক্লিক করে দেখুন- করুণাময়ী রানী রাসমণি


আরও পড়ুন- করুণাময়ী রানী রাসমণি : অজানা বিপদের আশঙ্কায় গদাই ও তার দাদা!