নিজস্ব প্রতিবেদন : গার্হস্থ হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ান। কোনওভাবে সহ্য করবেন না অন্যায়, অত্যাচার। গার্হস্থ হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। কেউ গার্হস্থ হিংসার মুখোমুখি হলে যেমন রিপোর্ট করবেন, তেমনি কোনও হিংসা হতে দেখলেও তা জানান প্রশাসনকে। গার্হস্থ হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, র্ঘোহষণার সময় এসেছে বলে জানান তারকারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি গার্হস্থ হিংসার বিরুদ্ধে সরব হয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেন তারাকারা। মাধুরী দিক্ষীত থেকে বিরটা কোহলি, রোহিত শর্মা, অনুষ্কা শর্মা, বিদ্যা বালান, দিয়া মির্জা, ফারহান আখতারদের মতো তারকাদের দেখা যায় ওই ভিডিয়োতে। অভিনেতা রাহুল বোস, চলচ্চিত্র পরিচালক করণ জোহরকেও দেখা যায় ওই ভিডিয়োতে। 


 



কোথাও কোনওরকম গার্হস্থ হিংসা হতে দেখলে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানোর সময় এসেছে বলে মন্তব্য করতে শুরু করেছেন তারকারা। পাশাপাশি গার্হস্থ হিংসার বিরুদ্ধে মুখ খুলে রুখে দাঁড়ানোর সময় এসেছে বলেও মাধুরী, অনুষ্কারা জোরাল গলায় বার্তা দেন।