নিজস্ব প্রতিবেদন : অর্জুন কাপুর-মালাইকা অরোরা কিংবা রোহমান শল এবং

আরও পড়ুন : প্রভু দেবার সঙ্গে নাচছেন নোরা ফতেহি, ভাইরাল ভিডিয়ো
বিষয়টি খুলেই বলা যাক তাহলে৷ রিপোর্টে প্রকাশ, ৬১ বছরের মার্কিন পপ তারকা ম্যাডোনা নাকি সম্পর্কে জড়িয়েছেন  বছর ২৫-এর (Ahlamalik Williams) আহমালিক ইউলিয়ামসের সঙ্গে৷ ডেইলি মেলের খবর অনুযায়ী, ইউলিয়ামসের বাবা ড্রিউকে ইতিমধ্যেই ম্যাডোনা জানিয়েছেন, তাঁর ছেলের প্রতি ভালবাসার কথা৷ সিনিয়র ইউলিয়ামস এবং তাঁর স্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে, তাঁদের ছেলের প্রতি ভালবাসার কথা জানিয়েছেন ম্যাডোনা৷ 


আরও পড়ুন : আরবাজ-মালাইকার ছেলে আরহানও জড়িয়ে পড়ল নতুন সম্পর্কে!
ড্রিউ জানিয়েছেন, ম্যাডোনা তাঁর চেয়ে যেমন বয়সে বড়, তেমনি তাঁর স্ত্রীও বয়সে ছোট ম্যাডোনার চেয়ে৷ যদিও সিনিয়র ইউলিয়ামস এবং তাঁর স্ত্রীর কোনও আপত্তি নেই এই সম্পর্কে৷ তাঁর ছেলের চেয়ে ম্যাডোনা ৩৬ বছরের বড় হলেও, মার্কিন পপ তারকার সঙ্গে তাঁর ছেলের সম্পর্কে উইলিয়ামসরা বেশ খুশি বলেই জানিয়েছেন৷ ভালবাসা যে কোনও বাঁধন মানে না এবং বয়সের বেড়াজাল টপকে একে অপরের সঙ্গে বাঁধা পড়ে, তা স্পষ্ট করেছেন ম্যাডোনা এবং আহমালিক উইলিয়ামস৷
জানা যাচ্ছে, ২০২০ সালে (London) লন্ডন এবং  (France) ফ্রান্সে মার্কিন পপ তারকা ম্যাডোনার যে শো রয়েছে, সেখানেও তাঁর ভালবাসার মানুষের বাবা, মাকে আমন্ত্রণ জানিয়েছেন ম্যাডোনা৷