নিজস্ব প্রতিবেদন: অকারণ বিতর্ক তৈরি করতে তিনি নাকি সবসময়ই ভালোবাসেন। একথা বি-টাউনের কঙ্গনা রানাওয়াতের সম্পর্কে অনেকেই বলে থাকেন। বহুদিন হলে মহেশ ভাট কন্যা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে টার্গেট করে নানান মন্তব্য করে চলেছেন কঙ্গনা। তাঁর সঙ্গে সাঙ্গ হয়েছেন কঙ্গনার বোন রঙ্গোলি চন্দেলও। 'গলি বয়' ছবিতে আলিয়ার অভিনয় বিশেষ দাগ কাটতে পারেনি। দেশের বিষয়ে আলিয়ার-রণবীরের কোনও মাথা ব্যাথাই নেই। আবার কখনও বা আলিয়া ও তাঁর মা সোনি রাজদানের নাগরিকত্ব নিয়েও কটাক্ষ করেছেন কঙ্গনা। তবে হাজারও আক্রমণে বরাবরই চুপ থেকেছেন আলিয়া। তাঁর স্পষ্ট জবাব ছিল ''যে যা বলছে বলুক, এসব নিয়ে মাথা ঘামাতে আমি রাজি নই, আমি চুপ থাকতেই পছন্দ করি।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শতবর্ষে কিংবদন্তি শিল্পী মান্না দে


তবে শুধু আলিয়াই নন, কঙ্গনার বোন রঙ্গোলির আক্রমণের নিশানায় পড়েন আলিয়ার বাবা তথা খ্যাতনামা পরিচালক, প্রযোজক খোদ মহেশ ভাট। রঙ্গোলি মহেশ ভাটকে আক্রমণ করে টুইট করেছিলেন, মহেশজী কখনওই কঙ্গনাকে ব্রেক দেননি, দিয়েছিলেন অনুরাগ বসু, আর ছবির প্রযোজনা করেছিলেন মহেশ ভাটের ভাই মুকেশ ভাট। মহেশজী শুধুই ছবিতে ক্রিকেটিভ ডিরেক্টর হিসাবে কাজ করেছিলেন। 


আরও পড়ুন-পঞ্জাবি রীতিতেই বিয়ে করলেন শ্রাবন্তী, দেখুন বিয়ের সমস্ত ছবি



এখানেই শেষ নয়, 'ও লমহে' ছবির স্ক্রিনিংয়ে মহেশ ভাট নাকি ১৯ বছরের কঙ্গনাকে চপ্পল ছুঁড়ে মেরেছিলেন বলেও অভিযোগ করেছিলেন রঙ্গোলি চান্দেল। 



সম্প্রতি, কঙ্গনা ও রঙ্গোলি চান্দেলের এই ধরনের আক্রমণের বিষয় নিযে মহেশ ভাটকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, ''আমরা কখনওই নিজের সন্তান উপর কিংবা সন্তানসম এমন কারোর দিকে আঙুল তুলি না। ও (কঙ্গনা) তো বাচ্চা। ওর বিরুদ্ধে কথা বলতে আমরা রুচিতে বাঁধে। ''


দেখুন কী বললেন মহেশ ভাট...


প্রসঙ্গত, কঙ্গনা ও রঙ্গোলির করা মন্তব্য নিয়ে মহেশ ভাট কন্যা পূজা ভাটকে প্রশ্ন করা তিনি এবিষয়ে কথা বলতে রাজি হননি।


আরও পড়ুন-এই কারণেই আপাতত বাতিল হল প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের বিয়ে