নিজস্ব প্রতিবেদন: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় সরগরম গোটা রাজ্য। ঘটনা ঘিরে একে অপরের দিকে আঙুল তুলতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস ও বিজেপি। মূর্তি ভাঙার ঘটনায় বিজেপিকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল বের করার কথা জানিয়েছে তৃণমূল। অন্যদিকে, পুরো ঘটনায় তৃণমূলেরই হাত রয়েছে বলে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা অমিত শাহ। নিন্দায় মুখর হয়েছেন বিদ্বজনেরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ঘটনার আঁচ গিয়ে পড়েছে ভিনরাজ্যেও। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা করেছেন পরিচালক মহেশ ভাট। টুইটারে মহেশ ভাট লিখেছেন, '' বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা আদপে বাংলা ভাষার উপর আক্রমণ। বর্ণপরিচয়ের মাধ্যমে বিদ্যাসাগরই প্রথম বাংলাভাষাকে আরও অনেকটা সহজ সরল করে তুলেছিলেন।''



এদিকে বিদ্যাসগরের মূর্তি ভাঙার ঘটনায় সরব হয়েছেন এরাজ্যের বুদ্ধিজীবীরাও।