নিজস্ব প্রতিবেদন : 'লাক্স স্টাইল অ্যাওয়ার্ড-২০১৮'র মঞ্চে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে জোড় করে চুম্বনের চেষ্টা করেছেন সেদেশেরই প্রবীণ অভিনেতা জাভেদ শেখ। বৃহস্পতিবার সকালে এই খবরে তোলপাড় হয়েছিল পাকিস্তান। অনুষ্ঠান মঞ্চের ওই ভিডিওটিও নিমেষে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল  মিডিয়াতে ঘটনার প্রতিবাদে সরব হন অনেকেই। কিছু লোকজন তো মাহিরাকে অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন 'রইস' খ্যাত পাক অভিনেত্রী মাহিরা। তিনি সোশ্যাল মিডিয়ায় সমস্ত সমালোচনার জবাব দেন বলেন,'' দয়া করে সমস্ত কিছু নিয়ে এধরনের গুজব ছড়াবেন না।   জাভেদ শেখ একজন কিংবদন্তি অভিনেতা। ওনাকে যথেষ্ঠ শ্রদ্ধা করি।  সবকিছু নিয়ে এভাবে খবর বানাবেন না।''




প্রসঙ্গত, প্রসঙ্গত পাক অভিনেতা জাভেদ শেখও একাধিক ভারতীয় ছবিতে অভিনয় করেছেন। 'জান-ই-মন' (২০০৬), 'আপনে' (২০০৭), 'নমস্তে লন্ডন' (২০০৭), ' ওম শান্তি ওম'  (২০০৭), ' তামাশা' (২০১৫) সহ একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি।