Ekannoborti Teaser: পুজোর আনন্দে বিষাদের সুর, আবার কি এক হবে `ব্যানার্জি`দের পরিবার?
`একান্নবর্তী` ছবির টিজারে পুজোর আনন্দের সঙ্গে কোথাও যেন মিশে রয়েছে বিষাদের সুর, যৌথ পরিবারের ভাঙনের কথা।
নিজস্ব প্রতিদেন: ''পুজো মানেই তো উৎসব, আনন্দ, পরিবারের সকলে মিলে একসাথে হৈহৈ। আমাদের পরিবারটাও এইরকম ছিল জানেন! একসাথে।'' এবছর পুজো শুরুর আগে এমন কথাই শোনা গেল 'ব্যানার্জি বাড়ির বউ'-অপরাজিতা আঢ্যের (Aparajita Adhya) মুখে। ভাবছেন তো অপরাজিতা আঢ্য আবার কবে থেকে 'ব্যানার্জি বাড়ির বউ' হলেন?
নাহ, বাস্তবে হননি ঠিকই, তবে মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) 'একান্নবর্তী'তে তাঁকে 'ব্যানার্জি বাড়ির বউ'-এর বেশেই দেখা যাবে।শুক্রবার মুক্তি পাওয়া 'একান্নবর্তী' ছবির টিজার। যেখানে পুজোর আনন্দের সঙ্গে কোথাও যেন মিশে রয়েছে বিষাদের সুর, যৌথ পরিবারের ভাঙনের কথা।
আরও পড়ুন-Aryan Khan Drugs Case: ছেলের গ্রেফতারির পর Shahrukh-র বিজ্ঞাপন সরালো Byju
আরও পড়ুন-বাইপাস লাগোয়া বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, চলুন ঢুঁ মারা যাক Srabanti-র বাড়ির অন্দরমহলে
'চিনি'র সাফল্যের পর এবার একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে এই ছবি বানিয়েছেন পরিচালক মৈনাক ভৌমিক (Mainak Bhaumik)। ছবির নাম 'একান্নবর্তী'। যার ক্যাপশান '৫১ নয়, এক অন্ন'। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy), অলকানন্দা রায় (Alaknanda Roy) ও সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), অন্যন্য সেন (Ananya Sen)। প্রসঙ্গ, মৈনাক ভৌমিকের আগের ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অপরাজিতা আঢ্যকে।
জানা যাচ্ছে, দুর্গাপুজোর পটভূমির উপর তৈরি হবে ছবির গল্প। যেখানে দেখা যাবে কোনও একসময় একসঙ্গে পাশপাশি থাকা যৌথ পরিবার আজ কালের নিয়মে আলাদা। দুর্গাপুজোকে ঘিরেই তাঁরা মিলিত হয়। তারপর সেখান থেকেই এগোবে ছবির গল্প। এর আগে ছবির বিষয়ে মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) বলেছিলেন, ''একান্নবর্তী ছবিটা যৌথ পরিবারের গল্প বলে। বাড়ির পুজো, যেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা এখানে উঠে আসবে। এটা হল একটা মজার সুখ-দুঃখের গল্প। যেটা এই হতাশাজনক পরিস্থিতিতে বাঙালিকে যৌথ পরিবারের ইতিবাচক মনোভাবের কথা স্মরণ করিয়ে দেয়।'' নভেম্বর মাসে মুক্তি পাবে এই 'একান্নবর্তী' ছবিটি।