নিজস্ব প্রতিবেদন : বেশ কয়েকদিন ধরে গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছিল রাজ্যবাসীর। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলেও, কলকাতা ও শহরতলি এলাকার মানুষের নাভিশ্বাস উঠছিল। কিন্তু, বুধবার সকাল এগারটার পর থেকেই কলকাতা ও শহরতলি এলাকায় বৃষ্টি শুরু হয়। শুধু এ রাজ্য নয়, গত দেশ যখন বৃষ্টির মুখ দেখতে শুরু করেছে, সেই সময় মন উড়ু উড়ু তো করতেই পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : একরাশ লুচি, সঙ্গে হরেক ভাজা, মিষ্টি, জিত-এর জামাই ষষ্ঠীর বাহার দেখেছেন!


তাই বৃষ্টির দিনে সঙ্গে রাখুন বলিউডের এমন কিছু গান, যা মন ভাল করে দেবে আপনার। দেখুন কী কী গান শুনবেন এই মরশুমে..


গুরু- বর্ষ রে..


 



লাগান-ঘনান ঘনান..


 



টিপ টিপ বর্ষা পানি..


 



চুপকে চুপকে- আব কি সাওয়ান..


 



সাওয়ান কি মাহিনা..


 



মিট্টি দি খুশবু..


 



আব কি সাওয়ান..