নিজস্ব প্রতিবেদন: বি-টাউনে 'হট মমি'র তালিকায় তিনি অন্যতম। বলিউডের সমস্ত পার্টি থেকে সলমনের পরিবারের কোনও অনুষ্ঠান। সবসময়ই খবরের শিরোনামে থাকেন 'ছইয়া ছইয়া' গার্ল মালাইকা অরোরা। সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভও থাকেন তিনি। নিজের সমস্ত খবরা খবর ভক্তদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দিতে থাকেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, লস অ্যাঞ্জেলেসে ছুটি কাটাতে গিয়েছেন মালাইকা। সেখানকার সমুদ্রতীরের বিকিনি পরে নিজের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মালাইকা। আর তাতেই নেটিজেনদের কাছে ট্রোল হয়েছেন তিনি। ছবিতে বিকিনি পরে নীল সুমুদ্রে জলকেলিতে ব্যস্ত থাকতে দেখা গেছে মালাইকাকে। অনেকেই মালাইকার এই ছবি দেখে অশ্লীল মন্তব্য করেছেন। 





যদিও এবিষয়ে মালাইকাকে পাল্টা কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তবে সোশ্যাল সাইটে সেলেবদের হেনস্থা করার ঘটনা নতুন নয়। এর আগেও সোহা আলি খান, করিনা কাপুর, রণবীর কাপুর, সোনাক্ষী সিনহা সহ অনেককেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে।


আরও পড়ুন-খসে পড়ছে আঁচল, বৃষ্টিভেজা শরীর, দুপুর ঠাকুরপোর টিজারে হট বৌদি