অডিশনে `ফেল` দীপিকা, মালবিকাকে পছন্দ মজিদ মজিদির
মজিদ মজিদির ছবি বিয়ন্ড দ্য ক্লাউডসে অভিনয় করা হল না দীপিকা পাড়ুকোনের। ছবিতে একজন ধোপার চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু খবর, ছবিতে অডিশনে তিনি পাশ করতে পারলেন না। তাঁর জায়গায় ঐ চরিত্রটা অবশ্য পেয়েছেন এক ভারতীয় অভিনেত্রীই। তিনি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মালবিকা মোহানন। বাবা কে ইউ মোহানন দক্ষিণের সিনেমাটোগ্রাফারের পাশাপাশি থিয়েটার অভিনেতা। মজিদি জানিয়েছেন যে, তিনি দীপিকার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু এই ছবির চরিত্রকে বেশি মানায় মালবিকার সঙ্গেই। তাই এই সিদ্ধান্ত। (প্রেমেই আছেন, কেবল প্রেমিক বদলে যাচ্ছে দীপিকার!)
ব্যুরো: মজিদ মজিদির ছবি বিয়ন্ড দ্য ক্লাউডসে অভিনয় করা হল না দীপিকা পাড়ুকোনের। ছবিতে একজন ধোপার চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু খবর, ছবিতে অডিশনে তিনি পাশ করতে পারলেন না। তাঁর জায়গায় ঐ চরিত্রটা অবশ্য পেয়েছেন এক ভারতীয় অভিনেত্রীই। তিনি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মালবিকা মোহানন। বাবা কে ইউ মোহানন দক্ষিণের সিনেমাটোগ্রাফারের পাশাপাশি থিয়েটার অভিনেতা। মজিদি জানিয়েছেন যে, তিনি দীপিকার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু এই ছবির চরিত্রকে বেশি মানায় মালবিকার সঙ্গেই। তাই এই সিদ্ধান্ত। (প্রেমেই আছেন, কেবল প্রেমিক বদলে যাচ্ছে দীপিকার!)