রুমা গুহ ঠাকুরতার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর
শিল্পীর মৃত্যতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত রুমা গুহ ঠাকুরতা। সোমবার সকাল ৬টা নাগাদ নিজের বালিগঞ্জ প্লেসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা, তথা অভিনেত্রী। শিল্পীর মৃত্যতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-আর শোনা যাবে না বলিষ্ঠ কণ্ঠস্বরে সেই চেনা প্রশ্ন, ‘ও গঙ্গা বইছো কেন?’
রাজ্যসরকারের তরফে প্রকাশিত বিশেষ শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ''বিশিষ্ট গায়িকা ও অভিনেত্রী রুমা গুহঠাকুরতার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ তিনি ৮৪ বছর বয়সে কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতা ইয়ুথ কয়্যারের স্রষ্টা রুমাদেবীর গাওয়া বহু গান আজও শ্রোতাদের স্মৃতিতে অম্লান। পাশাপাশি তিনি বহু বাংলা ছায়াছবি তে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে সংগীত ও অভিনয় জগতে এক অপূরণীয় ক্ষতি হল। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 'সংগীত সম্মান' প্রদান করে। রুমা গুহঠাকুরতার সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। তাঁর পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি । ''
এছাড়াও নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে শোকজ্ঞাপন করেন মুখ্য়মন্ত্রী।
এদিন রুমা গুহ ঠাকুরতার মৃত্যু খবর পেয়েই তাঁর বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করার কথাও জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-প্রয়াত রুমা গুহ ঠাকুরতা, স্মৃতিচারণায় সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়
এদিকে শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে যান সিপিআইএম নেতা বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র।
এছাড়াও রুমা গুহ ঠাকুরতা মৃত্যুতে শোক প্রকাশ করছে শিল্পী মহল।