জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি পরিচালক হিসাবে ডেবিউ করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী মানসী সিনহা(Manasi Sinha)। বক্স অফিসে দারুণ প্রভাব ফেলেছেন মানসীর 'এটা আমাদের গল্প'। সম্প্রতি তাঁর আগামী ছবি "৫ নং স্বপ্নময় লেন"-এর ঘোষণা করেন তিনি। এরপরেই সোমবার একটি অডিশনের ডাক দেন মানসী। তিনি লেখেন যে ৫ থেকে ৭০ বছরের যেকোনও অভিনেতা বা অভিনেত্রী এই অডিশন দিতে পারেন। সেই পোস্টেই মানসী সিনহার কাছে ওই প্রযোজনা সংস্থার সঙ্গে অডিশনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন দুই অভিনেত্রী। এরপরেই পাল্টা পোস্ট দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মানসী সিনহা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Dighi | Zayed Khan | Shakib Khan: 'যাঁরা বয়সে আঙ্কেল তাঁদের সঙ্গে প্রেম করতে পারব না'


অভিনেত্রী পরিচালক লেখেন, 'আমি ধাগা প্রোডাকশনের অডিশনজনিত পোস্টটি করার পর অনেক রকম প্রশ্ন আসছে ব্যক্তিগতভাবে। সেই সমস্ত প্রশ্নের উত্তর তো ব্যক্তিগতভাবে দেওয়া সম্ভব নয় তাই এই পোস্টটি করছি। প্রথমত, এই অডিশনের সঙ্গে রকম টাকা পয়সার সম্পর্ক নেই। কোন টাকা দিতে হবে না। যারা এই জাতীয় প্রশ্ন করছেন এটা তাদের জন্য উত্তর। দ্বিতীয়ত, কেউ কেউ অভিযোগ করছেন এর আগেও এই ব্যানারে অডিশন নেওয়া হয়। কোন কাজের সুযোগ দেওয়া হয়নি। তাদের অবগতির জন্য জানাই, যে ছবির  জন্য অডিশনটি  নেওয়া হয়েছিল,সেই ছবিটি এই ব্যানারে হয়নি সেই জন্য অডিশন নেওয়া সত্বেও তাদেরকে ধাগা প্রোডাকশন কাজ দিতে পারেননি'। 



তাঁর আগের ছবির প্রসঙ্গ টেনে মানসী বলেন, 'আমার যে ছবিটি ধাগা প্রোডাকশনের ব্যানারে হল অর্থাৎ "এটা আমাদের গল্প", সেটি  যখন শুরু হয় তখন ধাগা প্রোডাকশন এর সঙ্গে যুক্ত ছিলেন না , তাই কাস্টিং এর ব্যাপারে ধাগা প্রোডাকশনের কোনোরকম হস্তক্ষেপ সম্ভব ছিল না এবং শেষ কথা, যেটা আমার কথা। এই অডিশনটি আমার দ্বিতীয় ছবি "৫, স্বপ্নময় লেন" এর জন্য নয়। আমরা হেলদি একটি ব্যাংকিং করতে চাইছি।  যারা সত্যিই ভালো অভিনয় করেন শুধু যোগাযোগের অভাবে সুযোগ পান না এদেরকে সুযোগ দিতে চাই।  যাদের মনে হবে অন্যান্য অডিশনের মতো এটি ও একটি ভাওতা হতে পারে,আসবেননা। কোনরকম জোরাজুরি তো নেই। যাদের  বিশ্বাস করার ইচ্ছে আছে, তারাই আসুন'। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)