নিজস্ব প্রতিবেদন : ​ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রাথমিক চিকিতসার পর কয়েকদিনের মধ্যেই উড়ে যাবেন মার্কিন মুলুকে। মার্কিন মুলুকে উড়ে যাওয়ার আগে স্ত্রী মান্যতা দত্তের সঙ্গে দুবাইতে যান সঞ্জয় দত্ত। দুবাইতে রয়েছে সঞ্জয়-মান্যতার দুই সন্তান। ফলে চিকিতসা শুরু করতে যাওয়ার আগে ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করতে দুবাইতে ছুটে যান সঞ্জয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : ঊর্মিলার সঙ্গে বিতর্কে অযথা কেন তাঁকে টানা হচ্ছে! নাম না করে কঙ্গনাকে একহাত সানির


নিজের সোশ্যাল হ্যান্ডেলে সঞ্জয় দত্তের সেই ছবি শেয়ার করেন মান্যতা দত্ত। যেখানে হাসি মুখে দেখা যায় গোটা পরিবারকে। পাশাপাশি পুরো পরিবারের সঙ্গে যাতে তিনি সব সময় একাত্ম হয়ে থাকতে পারেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাও করেন মান্যতা। দেখুন...


 



শিগগিরই নিউ ইয়র্কে পাড়ি দেবেন সঞ্জয় দত্ত, মান্যতা দত্ত এবং প্রিয়া দত্ত। মা নার্গিস দত্ত ক্যানসারে আক্রান্ত হওয়ার পর যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই চিকিতসা হবে সঞ্জয়ের। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ জড়িত থাকার অভিযোগে প্রথমে মার্কিন মুুকের ভিসা পাচ্ছিলেন না সঞ্জয় দত্ত। পরে এক ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় ৫ বছরের চিকিতসা ভিসা জোগাড় করেন সঞ্জয়। জানা যায়, আমেরিকায় যাওয়ার ভিসা না পেলে সিঙ্গাপুরে যাবেন সঞ্জয়। পরে অবশ্য চিকিতসা ভিসা পেয়ে যান বলিউড অভিনেতা।


এদিকে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে তাঁকে শুভচ্ছা জানান সঞ্জয় দত্ত। অভিনেতার টুইটের প্রেক্ষিতে তাঁর সুস্বাস্থ্যের কামনা করে তাঁকে পালটা জবাব দেন প্রধানমন্ত্রী।