ওয়েব ডেস্ক : ইউলিয়া ভানতুরের সঙ্গে গাটছড়া বাঁধার কথা ছিল তাঁর। কিন্তু, রোমানিয়ান মডেলের সঙ্গে এখনও সাতপাক ঘোরেননি তিনি। সালমা খান যতই ইউলিয়াকে সঙ্গে নিয়ে এখানে সেখানে যান না কেন, বিয়ে নিয়ে সলমনের মনোভাব বোঝা দায়। আর এর মধ্যেই সলমন কি বললেন জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরুণ ধাওয়ানের জুড়ুয়া টু উপলক্ষ্যে সম্প্রতি সলমনের সঙ্গে দেখা করেন ডেভিড ধাওয়ানরা। আর সেখানে সলমন প্রকাশ্যে বলেন, ‘ম্যারেজ বহুত বুরি হোতি হ্যায়(বিয়ে খুব খারাপ জিনিস)। বেশ মজা করে বিষয়টি বললেও বলিউড ভাইজানের ওই মন্তব্য সামনে আসার পর থেকেই ফের জল্পনা শুরু হয়েছে।


টাইগার জিন্দা হ্যায়-এর শুটিং-এর জন্য বর্তমানে ব্যস্ত সলমন খান। ওই সিনেমার শুটিং শুরু হতেই ফের নাকি কাছাকাছি আসতে শুরু করেন সলমন, ক্যাটরিনা। যা নিয়ে সংবাদমাধ্যমে বেশ জল্পনাও শুরু হয়। কিন্তু, টাইগার জিন্দা হ্যায়-এর শুটিংয়ে তাঁদের নিয়ে জল্পনা হলেও, এ বিষয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন সলমন খান।