নিজস্ব প্রতিবেদন: আহমেদাবাদের একটি বিলাসবহুল হোটেলে উঠেছিলেন। আহমেদাবাদের ওই নামকরা হোটেলে খেতে বসে যেন চোখ কপালে উঠল প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়ার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : পরিবারের সঙ্গে করালেন পরিচয়, এলি, ঊর্বশী, এষার পর কে এলেন হার্দিকের জীবনে!
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেন বলিউড অভিনেত্রীর বোন (তুতো বোন)। প্লেট থেকে খাবার তুলে কামড় বসিয়েই মীরা চোপড়া দেখতে পান, তাঁর প্লেটের মাঝখান থেকে হেঁটে বেড়াচ্ছে মাছির লার্ভা (ম্যাগট)। যা দেখে চমকে ওঠেন বলিউড অভিনেত্রী। একটি পাঁচতারা হোটেলের খাবারে কীভাবে মাছির লার্ভা হেঁটে বেড়াতে পারে, তা নিয়ে হইচই জুড়ে দেন মীরা। পাশাপাশি, ওই খাবারের প্লেটের একটি ছবি এবং ভিডিয়ো তুলে, তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন মীরা।
দেখুন সেই ভিডিয়ো...


 



ভিডিয়ো প্রকাশ করে মীরা বলেন, হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে যাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে সচেষ্ট হওয়া প্রয়োজন। আর পাঁচজন সাধারণ মানুষের সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়েও সওয়াল করেন মীরা। 
সম্প্রতি 'সেকশন ৩৭৫'-এ অভিনয় করেন মীরা চোপড়া। এই সিনেমায় অক্ষয় খান্না এবং রিচা চাড্ডার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মীরা। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে 'সেকশন ৩৭৫'।