নিজস্ব প্রতিবেদন : ১১ ফেব্রুয়ারি নিজের ৩১ বছরের জন্মদিন সেলিব্রেট করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের ৩১এর জন্মদিন সেলিব্রেশনে পরিচালক বিরসা দাশগুপ্তকে চুমুই খেয়ে বসলেন অভিনেত্রী। মিমির জন্মদিন সেলিব্রেশনের এই ছবি নিজেই নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন পরিচালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিষয়টাকে নিয়ে অবশ্য এক্কেবারেই অন্যরকম কিছু ভাবার প্রয়োজন নেই। পুরো ঘটনাটাই ঘটেছে নেহাতই বন্ধুত্বের খাতিরে। 'গ্যাংস্টার' থেকে 'ক্রিসক্রস' বিরসার বহু ছবিতেই অভিনয় করেছেন মিমি। তাই তাঁদের বন্ধুত্ব বহু পুরনো। তবে শুধুই বিরসা দাশগুপ্ত নন, জন্মদিনে উপস্থিত পরিচালকের স্ত্রী বিদিপ্তা চক্রবর্তীকেও চুমু খেতে দেখা গিয়েছে মিমিকে। বিদিপ্তার সঙ্গেও বেশ ভালো বন্ধুত্ব রয়েছে মিমির।





মঙ্গলবার ৩১-এর জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভেসেছেন অভিনেত্রী। অনেকেই আবার ফুলের বোকে সহ অন্যান্য বেশকিছু উপহারও পাঠিয়েছেন অভিনেত্রীকে। যাঁরা যাঁরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সকলকে একটি ভিডিয়ো শেয়ার করে ধন্যবাদ জানাতেও ভোলেননি মিমি।



প্রসঙ্গত, সাংসদ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। তবে খুব শ্রীঘ্রই  SVF-এর 'ড্রাকুলা স্যার' ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন অভিনেত্রী। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় এই ছবিতে মিমির বিপরীতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এদিকে মঙ্গলবার মিমির ৩১-এর জন্মদিনেই মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় মিউজিক অ্যালবাম 'পরি হুঁ ম্যায়'।