Adrit Roy Birthday: বুধবার `মিঠাই`-এর উচ্ছেবাবুর জন্মদিন, এদিন ফ্য়ানেরা চাইলেই দেখা করতে পারবে আদৃতের সঙ্গে,কীভাবে?
মিঠাই ধারাবাহিকে সেলিব্রেশনের অন্ত নেই। কিছুদিন আগেই নিপার বার্থডে সেলিব্রেশনে মেতেছিল তাঁরা। এবার পালা সিডের। তবে জন্মদিনের আগের দিন থেকেই সিডের ফ্যানেদের সেলিব্রেশন শুরু।
নিজস্ব প্রতিবেদন: সিনেমা দিয়ে অভিনয়ের হাতেখড়ি হলেও ছোটপর্দার মাধ্যমে তিনি পেয়েছেন সাফল্য। কথা হচ্ছে মিঠাই(Mithai) ধারাবাহিকের উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়ের(Adrit Roy)। রাজ চক্রবর্তীর(Raj Chakraborty) হাত ধরে তিনি পা রাখেন অভিনয়ের দুনিয়ায়। কিন্তু মিঠাই ধারাবাহিকের দৌলতে আদৃত বাংলার হার্টথ্রব হয়ে উঠেছেন। বুধবার তাঁর জন্মদিন আর সেই জন্মদিনেই ফ্যানেদের বিশেষ উপহার দেবেন তিনি।
মিঠাই ধারাবাহিকে সেলিব্রেশনের অন্ত নেই। কিছুদিন আগেই নিপার বার্থডে সেলিব্রেশনে মেতেছিল তাঁরা। এবার পালা সিডের। তবে জন্মদিনের আগের দিন থেকেই সিডের ফ্যানেদের সেলিব্রেশন শুরু। মঙ্গলবার আদৃত সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি বুধবার তাঁর জন্মদিনে ফ্যানেদের সঙ্গে দেখা করবেন। তাঁর অনুরাগীরা চাইলেই তাঁর সঙ্গে দেখা করতে পারবেন, তাঁকে শুভেচ্ছা জানাতে পারবেন। তাঁদের আসতে হবে আনোয়ার শাহ রোডে ভারতলক্ষ্মী স্টুডিওতে।
পছন্দের নায়কের এহেন বার্তায় আনন্দে মেতেছে সিডের ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ইতিমধ্যেই লাইক করেছেন ১৫ হাজার সোশ্যাল মিডিয়া ইউজার। ইতিমধ্যেই অনেকে তাঁকে জন্মদিনের অ্যাডভান্স উইশও করেছেন। সিড অর্থাৎ আদৃতের এই উপহারে আহ্লাদিত তাঁর ফ্যানেরা।
আরও পড়ুন: Jeet Gaanguli: জন্মদিনে মায়ের স্পেশাল উপহার, পুরুলিয়ায় সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন জিৎ গাঙ্গুলির