ওয়েব ডেস্ক:  বাবাকে এক ডাকে সকলেই চেনেন। কিন্তু তাঁর নাম খুব একটা লোকের মুখে শোনা যায় না। নাম বদলেছেন। একাধিক সিনেমাতে অভিনয়ও করেছেন। কিন্তু সাফল্য তাঁর অধরাই থেকে গেছে। তিনি সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়। ফিল্মি কেরিয়ারে ততটা নাম না করতে পারলেও, সম্প্রতি তাঁর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলস থেকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন মহাক্ষয়। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে পর্ন তারকা কায়ডন ক্রস। দুজনেই যথেষ্ট কাছাকাছি। ক্যাপশনে মহাকাশ লিখেছেন,  ‘সেই মুহূর্ত,  যখন সুন্দরী, নম্র কায়ডনের সঙ্গে দেখা গিয়েছিল।’ মিঠুন চক্রবর্তীর ছেলে পর্ণ তারকার সঙ্গে দেখা করেছেন, সময় কাটিয়েছেন- এই বিষয়টিই এখন ঝড় তুলেছে সর্বত্র।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মিঠুনপুত্র।