নিজস্ব প্রতিবেদন : মাদককাণ্ডের তদন্তে শনিবার দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরদের জিজ্ঞাসাবাদ করেছে NCB। জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদের পর দীপিকা, সারা, শ্রদ্ধাদের ফোন হেফাজতে নিয়েছে NCB। ফোন নিয়ে নেওয়া হয়েছে ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা,  ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটাদেরও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, হেফাজতে নেওয়া ফোনগুলি ফরেন্সিক টেস্টের জন্য পাঠাবে NCB। মাদক সংক্রান্ত কোনও মেসেজ যদি ডিলিট করা হয়েও থাকে, সেগুলি উদ্ধার করা হবে। সারা আলি খান ২০১৭-১৮ সালে আরও একটি মোবাইল ব্যবহার করতেন, সেটিও তাঁর কাছ থেকে চেয়ে পাঠিয়েছে NCB। এদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জয়া সাহা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি শ্রদ্ধা কাপুর, রিয়া চক্রবর্তী, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও প্রযোজক মধু মন্টেনা এবং নিজের জন্যও অনলাইনে CBD অয়েল (CBD অয়েল এদেশে নিষিদ্ধ) অর্ডার করেছিলেন। সেগুলির পেমেন্টও অনলাইনেই করা হয়েছিল।


আরও পড়ুন-NCB-র লাগাতার জেরার মুখে কেঁদে ভাসালেন দীপিকা পাড়ুকোন!


প্রসঙ্গত, জয়া সাহার সঙ্গে রিয়া চক্রবর্তীর এর আগে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছিল। তাতে জয়া, রিয়াকে পরামর্শ দিয়েছিলেন, চায়ের সঙ্গে ৪ ড্রপ মিশিয়ে দাও, দেখবে ৩০-৪০ মিনিট পর কাজ শুরু করে দেবে। এদিকে জানা যাচ্ছে, মাদক মামলার তদন্তে এখনও পর্যন্ত সমস্ত তথ্য সোমবার দিল্লিতে NCB-র ডিরেক্টর জেনারেল রাকেশ আস্থানার কাছে জমা দেবে মুম্বইয়ের তদন্তকারী NCB আধিকারিকরা।