Mohiner Ghoraguli-Tapas Das: ক্যানসার আক্রান্ত ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, চিকিৎসার ভার নিল রাজ্য সরকার
Mohiner Ghoraguli-Tapas Das: শুক্রবার একটি পোস্টে বাপিদার সঙ্গে দুটি ছবি পোস্ট করে রূপম ইসলাম লেখেন, ‘গত ১ জানুয়ারি আমি একটি পোস্ট করেছিলাম বাপীদা-র অসুস্থতার ব্যাপারে, যেখানে লিখেছিলাম যে কোনও রাজনৈতিক দলের সাহায্য তিনি নেবেন না। একমাত্র সরকারের সাহায্য গ্রহণ করতে তাঁর আপত্তি থাকবে না...`
Mohiner Ghoraguli, Tapas Das, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা তাপস দাস। সালটা ১৯৭৫, বাংলায় তৈরি হল প্রথম রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলি, বাকিটা ইতিহাস। দীর্ঘ ৪৭ বছর পরও একইরকম জনপ্রিয় তাঁদের গান। তবে এক এক করে চলে গেছেন মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতারা। এবার মৃত্যুমুখে অন্যতম শেষ ঘোড়া তাপস দাস। যাঁকে গানের দুনিয়া বাপিদা নামেই চেনেন। লাং ক্যানসারের থার্ড স্টেজে তিনি, চলছে কেমো। চিকিৎসার খরচ যোগান দিতে নাজেহাল পরিবার। প্রিয় বাপিদার জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্য প্রার্থণা করেছিলেন সিধু, গৌরব চট্টোপাধ্যায়, অর্ক মুখোপাধ্যায় ও রূপম ইসলাম সহ আরও অনেকে। এবার রূপম নিজেই জানালেন যে, বাপিদার চিকিৎসাভার কাঁধে তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে গত ৩ জানুয়ারি এসএসকেএমে ভর্তি হন তিনি।
আরও পড়ুন- Shah Rukh Khan| Anjali Singh: দিল্লি দুর্ঘটনায় মৃত অঞ্জলি সিং-এর মা অসুস্থ, পাশে দাঁড়ালেন শাহরুখ...
শুক্রবার একটি পোস্টে বাপিদার সঙ্গে দুটি ছবি পোস্ট করে রূপম ইসলাম লেখেন, ‘গত ১ জানুয়ারি আমি একটি পোস্ট করেছিলাম বাপীদা-র অসুস্থতার ব্যাপারে, যেখানে লিখেছিলাম যে কোনও রাজনৈতিক দলের সাহায্য তিনি নেবেন না। একমাত্র সরকারের সাহায্য গ্রহণ করতে তাঁর আপত্তি থাকবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার কোনও একটি রাজনৈতিক দল নয়। সেই পোস্ট দেখে ঠিক তার পরদিনই পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছেন, এবং বাপীদা-র চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তাঁরা নিয়েছেন। এ জন্য তাঁরা আমার কৃতজ্ঞতাভাজন হলেন।পাশাপাশি আমরা, বাংলার শিল্পী সম্প্রদায় আমাদের সামর্থ্য অনুযায়ী যে এগিয়ে আসতে পেরেছি, সে জন্য সবাইকে ধন্যবাদ জানালাম। আপাতত বাপীদা-র চিকিৎসা চলছে এসএসকেএম হসপিটালে। গত ৩ তারিখ উনি এসএসকেএমে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে। ওখানেই ওঁর চিকিৎসা চলছে। আমি আজ দেখা করলাম ওঁর এবং সুতপাদির সঙ্গে। অনেকটা আড্ডা হল।’