আসছে `মোহমায়া` চ্যাপ্টার ২, `পারমিতার একদিন` ছবির একটি দৃশ্যের কথা মনে করালেন Ananya
`মোহমায়া` চ্যাপ্টার ২-র স্ট্রিমিং শুরু হবে ২১ মে।
নিজস্ব প্রতিবেদন: হইচইয়ে আবারও আসছে 'মোহমায়া'। মুক্তি পেল চ্যাপ্টার ২ অর্থাৎ 'মোহমায়া'-র দ্বিতীয় ভাগের ট্রেলার। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য। বহুদিন পর পর্দায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অনন্যা চট্টোপাধ্যায় একেবারে অন্য মোড়কে ধরা দিলেন। পাশাপাশি তাঁর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। 'মোহমায়া' প্রথম ভাগ দুই অভিনেত্রীর যুগলবন্দিতেই দর্শকের পছন্দের তালিকায় এসে গিয়েছে।
আরও পড়ুন:বৃষ্টির জলে নাচ, উপড়ে পড়া গাছের গুড়ির সামনে ছবি তুলে ট্রোলড ছোটপর্দার দীপিকা
ক্রাইম থ্রিলার এই সিরিজের দ্বিতীয় ভাগ আরও টানটান, আরও তীক্ষ্ণ। সাহানা দত্তর লেখা চিত্রনাট্য খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন অভিনেতারা। দুই জাত অভিনেতার মাঝে নবাগত বিপুল, তিনিও বেশ প্রশংসা কুড়িয়েছেন দর্শকমহলে। 'মোহ-মায়া'-র প্রথম সিজন মুক্তির পর অনন্যা এক সাক্ষাতকারে বলেছিলেন, 'তিনি বহুদিন পর অভিনয়ে ফিরছেন, চরিত্রটি সত্যিই চ্যালেঞ্জিং। প্রচুর শেড রয়েছে, তিনি সম্পূর্ণভাবে তা উপভোগ করেছেন।' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুজন মুখোপাধ্যায়কেও। পাঁচটি এপিসোড হইচইয়ে মুক্তি পেয়েছে আগেই, 'টো-রিং', 'ভগবান কথা শোনে না', 'ঝুমঝুমি', 'মৃত জোনাকি' এবং 'অচিন পাখি' ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শক। সেই দর্শকের চাহিদাতেই এবার আসছে চ্যাপ্টার ২।
ওয়েব সিরিজের ট্রেলার দেখার পর সকল দর্শকই স্ট্রিমিংয়ের অপেক্ষায়। অনন্যার একটি দৃশ্য 'পারমিতার একদিন' ছবির সোহিনীর চরিত্র মনে করাবে। স্বস্তিকা-নীলের জুটি মন ছুঁয়ে যাবে সকলের। করোনা আবহে বাড়িতে বেশিরভাগ মানুষ। তাই তাঁদের মনোরঞ্জনের কথা মাথায় রেখেই হইচইয়ের এই প্রচেষ্টা। শেষ পর্যন্ত মোহ- মায়ার পরিণতি কী হবে তা জানতে গেলে অপেক্ষা করতে হবে ২১ মে পর্যন্ত।