বয়স নিয়ে `খোঁটা` শুনতে হচ্ছে মনামীকে? কী জবাব দেবেন অভিনেত্রী!
মেয়ের কেন এখনও বিয়ে দেওয়া হয়নি এনিয়ে উঠে আসে হাজারও প্রশ্ন।
নিজস্ব প্রতিবেদন : মেয়েরা নাকি ২০তেই বুড়ি। তাই নাকি একটু বড় হলেই মেয়েদের বিয়ে দিয়ে দিতে হয়। এই ধারনা আজকাল আর খাটে না, তবুও এখনও সমাজের অনেকেই এই ধারনা থেকে নিজেকে এখনও বের করে আনতে পারেননি। মেয়ের বয়স বাড়ছে দেখলেই বাড়ির লোকের থেকেও, পাড়ার লোকজন, আত্মীয়-স্বজনের চিন্তাই থাকে বেশি। মেয়ের কেন এখনও বিয়ে দেওয়া হয়নি এনিয়ে উঠে আসে হাজারও প্রশ্ন। গতে বাঁধা এই সমস্ত ধারনা ভাঙতেই সোমবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাাহিক 'ইরাবতীর চুপকথা'। এই ধারাবাহিকের নেপথ্য চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে।
ইরাবতীর বয়স ৩২, বাড়ি এবং অফিস সে সমান তালে সামলায়, সবার যত্ন নেয় সে, বোঝে সবার মনের কথা। তবে ইরাবতীর মনের কথা কেউ বোঝে না। তবে ইরাবতী সমাজের গতে বাঁধা এই পুরনো ধারনা ভেঙে দিতে চায়, তবে সে কি আদৌ পারবে নিজের মতো করে জীবন গড়ে তুলতে? নিজের সিদ্ধান্ত অনড় থাকতে? নাকি সমাজের ভয়ে লক্ষ্যে পৌঁছনোর আগেই ভেঙে যাবে তাঁর পথ চলা? তা জানা যাবে 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকটি শুরুর পরেই। সপ্তাহে সাতদিনই সন্ধে ৭টার সময় দেখা যাবে এই ধারাবাহিক।
যদিও প্রথমে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকটি। পরে ৩ অগস্ট থেকে সম্প্রচারের কথা জানানো হয়।
প্রসঙ্গত, টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় মুখ মনামী ঘোষ। 'পুন্যি পুকুর', 'সোনার হরিণ', 'বিন্নি ধানের খই', 'এক আকাশের নীচে', 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে', 'কাল', 'হিয়ার মাঝে' সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে বহুবার কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে মনামীকে। তবে বহুদিল হল টেলিভিশনের পর্দা থেকে দূরে থাকার পর আবারও ফিরছেন টেলিভিশনের পর্দায়। পাশাপাশি সমান তালে সামলে এসেছেন বড়পর্দাও।সম্প্রতি মুক্তি পেয়েছে মনামী অভিনীত 'মাটি' ছবিটি। তবে এখন দেখার 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কতটা মন কাড়তে পারেন মনামী। বয়স নিয়ে মেয়েদের হাজারও খোঁটার কতটা জবাব দিতে পারেন...