নিজস্ব প্রতিবেদন: পুজোর পরপরই ভিয়েতনামে বেড়াতে যান মনামি ঘোষ। ভিয়েতনামে গিয়ে একের পর এক ছবি শেয়ার করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। কখনও ভিয়েতনামের পাহাড়ঘেষা রিসর্টে দাঁড়িয়ে ছবি তুলছেন, আবার কখনও সমুদ্রের মাঝে দাঁড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন তাঁর আভা। সবকিছু মিলিয়ে মনামির ভিয়েতম ট্যুর নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : হাতে গ্লাস, মনোকিনিতে জলে ভাসছেন মানমি, দেখুন
ছবির পাশাপাশি এবার ভিডিয়ো শেয়ার করলেন মনামি। একটি বড় জাহাজে উটে হালোং বে-র মাঝে ঘুরে বেড়াতে দেখা যায় মনামিকে। হালোং বে-তে দাঁড়িয়ে তিনি যেমন সেখানেকার সৌন্দর্যের কথা সবার সামনে তুলে ধরেন, তেমনি ক্যামেরার সামনে ছড়িয়ে পড়ে তাঁর আভা। সবকিছু মিলিয়ে মনামির ভিয়েতনামে ঘোরার ছবি এবং ভিডিয়ো সোশ্যাল সাইটে ভাইরাল হতে শুরু করে।
দেখুন সেই ভিডিয়ো...




টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'ইরাবতীর চুপকথা'-য় নাম ভূমিকায় অভিনয় করেন মনামি ঘোষ। যা দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। এবার ভিয়েতনামে গিয়ে পর্দার ইরা দর্শকদের সামনে ফিরে এলেন এক্কেবারে অন্যরূপে।