Moonmoon Sen, Sudipta Chakraborty, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঞ্চ থেকে ছোটপর্দা, বড়পর্দা...অভিনয় দিয়েই দশকের পর দশক দর্শকের মন জয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর বিনয়ী স্বভাব তাঁকে আরও জনপ্রিয় রেখেছে গোটা টলিউডে এমনকী দর্শক মনেও। সম্প্রতি আক্ষরিক অর্থে মঞ্চে ঝড় তুলেছেন তিনি। ঊনবিংশ শতকের নাট্যব্যক্তিত্ব বিনোদিনী দাসীর চরিত্রকে ফের বাংলা থিয়েটারে জীবন্ত করে তুলেছেন সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রীর অভিনয়গুণে মুগ্ধ দর্শক। গত ৪ এপ্রিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হল ‘বিনোদিনী অপেরা’। এদিন বন্ধুদের সঙ্গে নিয়ে দর্শকাসনে হাজির ছিলেন মুনমুন সেন। মঞ্চে বিনোদিনী রূপে সুদীপ্তাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান বর্ষীয়ান অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- KKR vs RCB: শাহরুখ নিখাদ প্রেম তাই KKR-কেই সমর্থন, স্ত্রীয়ের কথা শুনে অবাক ডিভিলিয়ার্স


কিছুদিন আগেই ছিল মুনমুন সেনের জন্মদিন। সেদিন তাঁকে শুভেচ্ছা জানাতে ফোন করেন সুদীপ্তা চক্রবর্তী। সেদিনই তাঁকে বিনোদিনী অপেরা দেখতে অনুরোধ করেন সুদীপ্তা। এরপর ৪ তারিখের শোয়ে সেই থিয়েটার দেখতে যান মুনমুন সেন। মেয়ে ও বান্ধবীদের সঙ্গে নিয়ে নিজে টিকিট কেটেই শো দেখতে যান মুনমুন। মঞ্চের বিনোদিনীতে মুগ্ধ হয়ে সুদীপ্তাকে তিনি ফোনে ও মেসেজে জানান তাঁর ভালো লাগার কথা। সুদীপ্তার অভিনয়, দর্শকের প্রতিক্রিয়া দেখে মুনমুন সেন জানান যে তিনি সুদীপ্তার জন্য কতোটা খুশি। পাশাপাশি তিনি অভিনেত্রীকে পরামর্শও দেন যে রাতে স্নান করে, ভালো করে খেয়ে যেন একবার গার্গেলও করেন তিনি। আবার সকালেও যেন গার্গেল করেন। মুনমুন সেনের মতো অভিনেত্রীর কাছ থেকে এহেন প্রতিক্রিয়া পেয়ে খুশি মঞ্চের বিনোদিনীও। মুনমুন সেন তাঁকে বলেন, তিনি অভিনেত্রীকে একটি উপহার দিতে চান আর সেই মতো সুদীপ্তার থেকে তাঁর বাড়ির ঠিকানাও নেন। কিন্তু এরপর যা ঘটে, তাতে রীতিমতো অবাক সুদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই কথাই তিনি তুলে ধরেছেন।


আরও পড়ুন- Week 1| Daily Cartoon| সোমান্তরাল| স্বাস্থ্য দিবস, বিয়ার ডে; আনলিমিটেড অফার


তিনি লিখেছেন, “৫ তারিখ বিকেলে বাইরে কোনও কাজে বেরিয়েছিলাম। বাইরে থাকার সময় আমি বেশিরভাগ সময় ফোনে আমার দিদির সঙ্গে কথা বলি। এক ঘণ্টার মধ্যে ফিরে এসে দেখলাম, আমাদের গেট কিপার একটা ব্যাগ নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। সেই ব্যাগে দুটো সুন্দর শাড়ি আছে। কে দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন ম্যাডাম এসেছিলেন। খুব চিনি। নামটা মনে করতে পারছি না। অনেকক্ষণ গাড়িতে বসেছিলেন। বোধ হয় ফোন করছিলেন কাউকে। তারপর আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন আমি বাড়ি আছি কিনা। আমি বললাম, দিদি একখুনি বেরিয়ে গেল। উনি এই ব্যাগটা দিয়ে বললেন আপনাকে দিতে আর বললেন, উনি আরেকদিন আসবেন।’ আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘আমাদের বাড়িতে আগে কখনো আসতে দেখেছো ওনাকে?’ বলল ‘না, তবে ওনাকে খুব ভালো চিনি। সিনেমায় দেখেছি। খুব নামী ম্যাডাম। কি যেন নামটা...’ ততক্ষণে আমি আমার কল লগ চেক করে নিই যদি কারো কল মিস হয়। কিন্তু আমি জানি মিস করিনি। এরপর আমি আমার হোয়াটস অ্যাপ চেক করে দেখি যে উনি আমাকে হোয়াটস অ্যাপ নম্বরে তিনবার কল করেছেন, যা আমি সত্যিই মিস করেছি কারণ আমি তখন অন্য কলে ছিলাম তারপর অত্যন্ত অবাক হয়ে দেখলাম যে, উনি আমাকে একটা মেসেজও করেছেন। তাতে লেখা, ‘এইমাত্র তোমার বাড়ি থেকে বেরিয়েছি। কী সুন্দর এলাকায় থাক তুমি। যদি উপহার পরিবর্তন করতে চাও, এই দোকান থেকে আমি এটা নিয়েছি..।’ দোকানের খুঁটিনাটিও লিখে দেন তিনি।”


 



সুদীপ্তা আরও লেখেন এই ঘটনার তাঁর প্রতিক্রিয়ার কথা। তিনি লেখেন, “আমি কোথাও যেন এক ধাক্কা খেলাম, যদিও সেটা সুখকর। আমি একই সঙ্গে খুব নার্ভাস ছিলাম, খুব বিব্রতও ছিলাম, খুব খুশিও ছিলাম।এটা আমার কাছে যে কোনো 'কথিত' পুরস্কারের চেয়ে বেশি। এটা লিখতে গিয়েও আমার শ্বাস আটকে আছে। একটা স্টেজ পারফরমেন্স আমাকে এত ভালোবাসা দিতে পারে! এটা যেন অতিবাস্তব! আমি নিজেকে ধন্য মনে করি। উনি আর কেউ নন, উনি মুনমুন সেন। মুনদিকে ধন্যবাদ জানানো ধৃষ্টতা আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাই।”


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)