ওয়েব ডেস্ক : চ্যালেঞ্জ ছিল এক লাখ ভোট জোগাড় করতে হবে। তবেই ছাড়পত্র পাবে 'ইন্টারকোর্স'! চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহলানি। বলা ভালো, নিহলানির মুখে কার্যত 'ঝামা ঘষে' দিয়ে অননাইনে 'ইন্টারকোর্স' শব্দটির সমর্থনে ভোট পড়ল ১ লাখেরও বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত ছবি 'জব হ্যারি মেট সেজাল'-এর টিজারে 'ইন্টারকোর্স' শব্দটি নিয়ে আপত্তি জানায় সেন্সর বোর্ড। নিহলানি বলেন, একটাই শর্তে তিনি এই শব্দটিকে ছাড়পত্র দিতে পারেন। শর্তটি হল, 'ইন্টারকোর্স' শব্দটির সমর্থনে জনতা যদি ন্যূনতম ১ লাখ ভোট দেয়, তাহলে তিনি মেনে নেবেন যে ভারতীয় জনতার মন-ভাবনা পাল্টেছে। আরও বলেছিলেন, বিবাহিত দম্পতিদের দেওয়া ভোটকেই তিনি বেশি গ্রাহ্য করবেন। ২৩ জুন  চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন নিহালানি। বাস্তবে দেখা গেল, তার এক সপ্তাহের মধ্যেই ভোট পড়েছে ১ লাখের বেশি।



 আরও পড়ুন, তালিকায় নেই, তবুও GST-র কোপে 'দামী' হচ্ছে মদ্যপান!