ওয়েব ডেস্ক: পর্দায় যখন এঁরা আসেন তখন মনে হয় স্বর্গের রম্ভা-উর্বশীরা মনে হয় এঁদের সৌন্দর্যের কাছে মাথা নোয়াবেন। একেবারে নিখুঁত সৌন্দর্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউড নায়িকাদের দেখে আম জনতার এমনটাই মনে হয়। কিন্তু এ কথা এখন সবারই জানা বলি নায়িকাদের সৌন্দর্যের আসল কলকাঠিটা নাড়েন তাদের মেকআপ আর্টিস্টরা। মেকআপ আর্টিস্টের ছোট্টছোট্ট হাতযশে অতি সাধারণ এক মহিলা হয়ে ওঠেন চোখধাঁধানো সুন্দর নায়িকা।


 


অতীতে বহুবার দেখা গিয়েছে মেকআপ ছাড়া বাঘা বাঘা সুন্দরী নায়িকাদের আসল রূপটা তাদের চেনা লুকের চেয়ে অনেকটাই বেমানান। মেকআপ ছাড়া সৌন্দর্যটা কারও কারও ক্ষেত্রে কুত্সিতের পর্যায়েও যা। অনেক সময় ওইসব নায়িকাদের পিছনে বলতে শোনা যায়, মেকআপ তুললেই তোমাদের আসল রূপ বেরিয়ে যাবে।


তবে সবার ক্ষেত্রে এ কথাটা সত্যি নয়। মেকআপ ছাড়াও এমন অনেক বলি নায়িকাকে একইরকম সুন্দর দেখায়। সম্প্রতি বলিউডের এক নামজাদা ম্যাগাজিনে প্রকাশিত এক রিপোর্টে এই বিষয়টা নিয়েই লেখা হয়। বিভিন্নভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় এই মুহূর্তে বলিউডে যত নায়িকা আছে তাদের মেকআপ ছাড়া লুকের বিষয়ে কী বেশি সুন্দর। সেই রিপোর্ট অনুযায়ী মেকআপ ছাড়া সবচেয়ে সুন্দর বলিউড নায়িকা নাকি এখন ইয়ামি গৌতম। ইয়ামি নাকি খুব মেকআপ নেন না। মেকআপ ছাড়া বা খুব কম মেকআপ তাকে বেশ কয়েকবার দেখা গিয়েছে। সেসব ছবি দেখিয়ে ওই ম্যাগাজিনে বলা হয়েছে বাকিদের চেয়ে নো মেকআপ লুকে সৌন্দর্যের বিষয়ে অনেকটাই এগিয়ে ইয়ামি। তালিকায় দু নম্বরে আছেন 'গ্রেট গ্র্যান্ড মস্তি'র ঊর্বশি রাউতেলা।



২০১২ সালে জাতীয় পুরস্কার জয়ী সিনেমা 'ভিকি ডোনার'-এর মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি। এরপর 'বদলাপুর' থেকে 'সনম রে'। ছবি হিট হোক বা ফ্লপ, ইয়ামির রূপ আলাদা করে আলোচনায় আসেন। ইয়ামি এখন ব্যস্ত হৃতিক রোশনের বিপরীতে 'কাবিল' সিনেমার কাজে।