ওয়েব ডেস্ক: সম্ভবত আজই টালিগঞ্জ থানায় যাবেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি । গতকালই হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়েছে। আর সে খবর পাওয়ার পরই হাসপাতালে গিয়ে তাঁকে সমন দিয়ে আসেন টালিগঞ্জ থানার তদন্তকারী অফিসার। গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়া গাড়ি চালানো, সম্পত্তি নষ্টের অভিযোগে মামলায় অভিনেতা বিক্রমকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিস । ৭ দিনের মধ্যে অভিনেতাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। গতকালই বিক্রমের রক্তের নমুনা ও পোশাক সংগ্রহ করেছেন তদন্তকারী অফিসারেরা। গত শনিবার ভোর রাতে রাসবিহারী মোড়ের কাছে দুর্ঘটনায় পড়ে বিক্রমের গাড়ি। বিক্রমই ছিলেন চালকের আসনে। সঙ্গে ছিলেন মডেল সনিকা সিং চৌহান । দুর্ঘটনায় সনিকার মৃত্যু হলেও অল্পের জন্য রক্ষা পান অভিনেতা বিক্রম চ্যাটার্জি । বেপরোয়া গাড়ি চালানো, সম্পত্তি নষ্ট এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগে অভিনেতা বিক্রমের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস । পরে টালিগঞ্জ থানায় পৃথক অভিযোগ জানায় সনিকা সিং চৌহানের পরিবার ।


নির্ভয়া কাণ্ডে আজ রায় শোনাবে সুপ্রিম কোর্ট


কীভাবে বুঝবেন আপনার হাঁপানি হয়েছে? জেনে নিন