নিজস্ব প্রতিবেদন : ​অসুস্থ মৌনী রায়ের মা। তাই মায়ের সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মৌনী। মা অসুস্থ হলেও কোনওভাবেই তাঁর সঙ্গে দখা করতে পারছেন না বলিউডের এই বাঙালি অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, বর্তমানে দুবাইতে রয়েছেন নাগিন অভিনেত্রী। দুবাইতে দিদির বাড়িতে গিয়ে আটকে পড়েন তিনি। দুবাই থেকে ফেরার আগেই ভারত জুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে দুবাই থেকে কোনওভাবেই দেশে ফিরতে পারেননি গোল্ড অভিনেত্রী। ফলে আপাতত দুবাইতেই রয়েছেন তিনি। সেখানে থেকেই মায়ের সঙ্গে রাখছেন নিয়মিত যোগাযোগ।


আরও পড়ুন : ​ হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজছেন সইফ-পুত্র ইব্রাহিম? দেখুন ভিডিয়ো


জানা যাচ্ছে,বাথরুমে পা পিছলে পড়ে যান মোনী রায়ের মা। এরপরই মাকে দেখার জন্য ছটপট করতে শুরু করেন তিনি। কিন্তু লকডাউনের জেরে এই মুহূর্তে মৌনী কিছুতেই ফিরতে পারছেন না দেশে। ফলে দুবাইতেই দিদি এবং ভাগ্নির সঙ্গে সময় কাটাচ্ছেন মৌনী।